আইটি

মাইকোসফটে এআই রাইটিং টুল!

ওয়েবে কোনো লেখার সঙ্গে আমাদের সংযোগের অভিজ্ঞতায় আসছে আমূল পরিবর্তন। মাইক্রোসফটের নতুন এআই ফিচার কোনো লেখা কপি করে তাকে আবার ঘুরিয়ে ফিরিয়ে একটু পার্সোনাল টোন দিতে পারবে। আর আপনাকে শুধু একটা বাটন চাপ দিতে হবে। উইন্ডোজের সাম্প্রতিক একটি সূত্র জানিয়েছে, জিপিটি-৪ ব্যবহারকারীদের ওয়েবপেজে কোনো টেক্স সিলেক্ট করার সুযোগ দেয়। তারপর লেখাটি রিরাইট করে ফেলা যায়। মাইক্রোসফট এজ প্রফেশনাল, ক্যাজুয়াল, এনথুসিয়াসটিক ও ইনফরমাল ইত্যাদি টোনে রিরাইট করার সুযোগ দেবে। ফিচারটি ব্রাউজারেই ইন্টিগ্রেট করা। ফলে ব্যবহার করাও সহজ হবে। আপাতত ক্রোমিয়াম এজে এই ফিচারটি নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে উইন্ডোজ। এলএবাংলাটাইমস/আইটিএলএস