আইটি

ধোঁয়াবিহীন গাড়ি!

বর্তমানে দূষণ মাথা চাড়া দেওয়ার কারণে সমগ্র বিশ্বে বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানোর চেষ্টা চলছে। যার মধ্যে অন্যতম হাইড্রোজেন। বিদ্যুতের পর ধীরে ধীরে হাইড্রোজেন দ্বারা পরিচালিত যানবাহন নিয়ে আসছে কোম্পানিগুলো। এবারে এই জ্বালানি চালিত বিশেষভাবে তৈরি পিকআপ ট্রাক হিলাক্স নিয়ে হাজির হয়েছে টয়োটা। পিকআপ ট্রাকটি ব্রিটেনের ডার্বি-তে টয়োটার বার্নাস্টন-এর কারখানায় তৈরি হয়েছে। হিলাক্স-এর হাইড্রোজেন সংস্করণটি এখনও পর্যন্ত প্রোটোটাইপ মডেল হিসেবে রয়েছে। কোম্পানিটি জানিয়েছে, এই বছরের মধ্যে এমন আরও ৯টি নমুনা মডেল তৈরি করবে। হিলাক্স-এ টয়োটা মিরাই-এর পাওয়ারট্রেন ব্যবহার করা হয়েছে। আর ইলেকট্রিক মোটরটিকে শক্তি সরবরাহ করবে হাইড্রোজেন ফুয়েল সেল। এই পাওয়ারট্রেনের বিশ্বাসযোগ্যতার জন্য মিরাই গাড়িটি প্রায় ১০ বছর ধরে ব্যবহার হয়ে আসছে। চলার সময় এই ফুয়েল সেল কোনরকম দূষণের নির্গমন ঘটায় না, বরং পাইপ দিয়ে শুধু পানি বেরিয়ে আসবে। এলএবাংলাটাইমস/আইটিএলএস