কোনো পোস্টে ভুল বোঝাবুঝি বাড়তে পারে এমন তথ্য দেওয়া হলে রিপোর্ট করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কিন্তু সে সুযোগ বন্ধ করে দেওয়া হলে? হয়তো ক্ষুদ্র পরিসরে বিষয়টি এত চিন্তার কিছু নয় কিন্তু বড় পরিসরে?
ইলন মাস্কের 'এক্স' সামাজিক যোগাযোগ মাধ্যমেও একই ঘটনা ঘটছে। ২০২১ সালে প্রথম টুইটারে অভিযোগের সুযোগ চালু করা হয়। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোতে রাজনৈতিক ভুল বোঝাবোঝি যেন না ছড়ায় তার লক্ষ্যেই এমন ফিচার চালু করা হয়েছিল। তবে চলতি বছর সেপ্টেম্বরেই ফিচারটি বন্ধ করে দেওয়া হয়।
আর বন্ধ করার পর থেকেই অস্ট্রেলিয়াতে নির্বাচনী পরিবেশে বিঘ্ন ঘটাতে পারে এমন আশঙ্কাও বাড়ছে। এ নিয়ে দায়িত্বশীল একাধিক ব্যক্তি জানিয়েছেন, এক্সের পোস্টের মাধ্যমে সহজেই ভুল বুঝাবুঝির পরিসর অনেক বাড়তে পারে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস