আইটি

কী আছে নকিয়ার রহস্যময় বাক্সে!

নকিয়ার মোবাইল ফোনের যুগ শেষ। এবার নতুন এক যুগে পা রাখতে যাচ্ছে নকিয়া। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রাজিব সুরি বলেছেন, আজ ১৮ নভেম্বর তাঁর প্রতিষ্ঠান ভোক্তা পণ্যের দুনিয়ায় প্রত্যাবর্তন করতে যাচ্ছে। টাইমস অব ইন্ডিয়ার এক খবরে এ তথ্য জানানো হয়েছে।১৭ নভেম্বর নকিয়া তাদের টুইটার ও ফেসবুক অ্যাকাউন্টে একটি পণ্যের ছবি প্রকাশ করেছে, যা আজ উন্মুক্ত করার ঘোষণা দেবে প্রতিষ্ঠানটি। ছবিতে কালো রঙের একটি রহস্যময় বাক্স দেখানো হয়েছে। বাজার বিশ্লেষকেরা বলছেন, এই বাক্সটিই হতে পারে রহস্যময় পণ্যটি বা এর ভেতরে থাকতে পারে নকিয়ার নতুন কোনো পণ্য। আজকের তারিখ দিয়ে নকিয়া লিখেছে ‘উই আর আপ ফর সামথিং’। অনেকেই ধারণা করছেন, নকিয়া টিভি দেখার সুবিধাযুক্ত সেট-টপ বক্স বাজারে আনছে। একসময়ের জনপ্রিয় মোবাইল ফোন নির্মাতা নকিয়ার মোবাইল ফোন বিভাগটি কিনে নিয়েছে মাইক্রোসফট। সম্প্রতি নকিয়ার ব্র্যান্ড নামটিকে বাদ দিয়ে নিজস্ব ব্র্যান্ডিংয়ে মোবাইল ফোন উন্মুক্ত করেছে মাইক্রোসফট। এদিকে ফিনল্যান্ডের নেটওয়ার্ক অবকাঠামো নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে নকিয়া ভোক্তাপণ্যের বাজারে প্রত্যাবর্তন করার চেষ্টা করে যাচ্ছে।