আইটি

যুক্তরাষ্ট্রকে টেক্কা দেবে ভারত

ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে যাচ্ছে ভারত। বিশ্ব অর্থনীতির উদীয়মান দেশটিতে এ বছরের শেষের দিকে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৩০ কোটি ছাড়িয়ে যাবে বলে উঠে এসেছে এক প্রতিবেদনে।আর তখন যুক্তরাষ্ট্রকে টপকে পৃথিবীর দ্বিতীয় শীর্ষ ইন্টারনেট ব্যবহারকারীদের দেশ হবে ভারত।ভারতের ইন্টানেট ও মোবাইল অ্যাসোসিয়েশন (আইএএমএআই) এবং ইন্ডিয়ান মার্কেট রিসার্চ ব্যুরো(আইএমআরবি) যৌথভাবে প্রতিবেদনটি তৈরি করেছে।প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শেষ নাগাদ ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বর্তমানের তুলনায় ৩২ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। বর্তমানে দেশটিতে ২১ কোটি ৩০ লাখ ইন্টারনেট ব্যবহারকারী রয়েছেন।গত ১ বছরে ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ১০ কোটির বেশি। অথচ এর আগে ১০ কোটি ইন্টারনেট ব্যবহারকারী বাড়তে সেখানে ৩ বছরের বেশি সময় লেগেছিল। তারও আগে ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটিতে পৌঁছাতে এক দশকেরও বেশি সময় লাগে।সম্প্রতি মোবাইলে ইন্টারনেটের ব্যবহার বাড়ায় ভারতে এত দ্রুত সংখ্যাটি বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।বর্তমানে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে শীর্ষ দেশ চীন। দেশটিতে ৬০ কোটির বেশি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছেন। আর ২৭ কোটি ৯০ লাখের বেশি ইন্টারনেট ব্যবহারকারী নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান দ্বিতীয়। ভারত তৃতীয় স্থানে রয়েছে।