আইটি

প্রফেশনাল নেটওয়ার্ক তৈরি করবে ফেসবুক!

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের ব্যবহার মূলত ব্যক্তি পর্যায়েই। প্রফেশনাল সব কাজের ক্ষেত্রে অনেক সময়ই তাই ফেসবুকের ব্যবহার নিরুত্সাহিত করা হয়ে থাকে। তবে সেই দিনের বোধহয় অবসান ঘটতে যাচ্ছে। কেননা, এবারে প্রফেশনাল কাজের নেটওয়ার্ক গড়ে তোলার সুবিধা প্রদানের পরিকল্পনা নিয়েছে ফেসবুক। ইয়াম্মার বা লিংকডইনের মতো যেসব প্ল্যাটফর্ম প্রফেশনালদের মধ্যেকার যোগাযোগ বৃদ্ধি ও শেয়ারিংয়ের জন্য ব্যবহূত হয়ে থাকে, তেমনি কাজ করবে ফেসবুকের এই নেটওয়ার্ক। ধারণা করা হচ্ছে এর নাম হবে "ফেসবুক অ্যাট ওয়ার্ক"। ফেসবুকের বর্তমান চেহারার আদলেই পরিচালিত হবে ফেসবুক অ্যাট ওয়ার্ক। এতে সহকর্মীদের সাথে চ্যাট করা, বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিদের সাথে যোগাযোগ ও সম্পর্ক স্থাপন, বিভিন্ন ধরনের ডক্যুমেন্ট শেয়ার প্রভৃতি কাজ করা যাবে। তবে এতে যুক্ত ব্যক্তিরা নিজেদের ব্যক্তিগত অ্যাকাউন্টকে আলাদা করে রাখতে পারবেন প্রফেশনাল এই নেটওয়ার্ক থেকে। ইতোমধ্যেই ফেসবুকে পরীক্ষামূলকভাবে এই নেটওয়ার্কের ব্যবহার শুরু হয়েছে। প্রাথমিক ব্যবহারে এর বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা বেড়িয়ে আসলে সেগুলোকে অতিক্রম করে সকলের জন্য উন্মুক্ত করা হবে এই সেবাটি।