আইটি

মেটাল ব্যাক প্যানেল: কেন এটি এখনও স্মার্টফোনের প্রিমিয়াম পছন্দ?

স্মার্টফোনের পেছনের প্যানেল প্রায় সব কম্পানিই গ্লাস বা কাচ দিয়ে তৈরি করছে। ফলে শখের স্মার্টফোন একবার হাত থেকে পড়ে গেলেই সর্বনাশ! চোখের নিমেষে ফেটে চৌচির হতে পারে সেই কাচ। আর এটি সারাতেও খরচ হয় মোটা অঙ্কের টাকা খরচ করতে হয় গ্রাহককে। আর তাই স্মার্টফোন ব্যবহারকারীদের অনেকেরই প্রশ্ন, পেছনের অংশটি কাচ দিয়ে তৈরি হয় কেন। ফোন নির্মাণকারী কম্পানিগুলো অবশ্য ব্যাক প্যানেলে কাচ লাগানোর নেপথ্যে দ্বিমুখী যুক্তি দিয়ে থাকে। প্রথমত, এতে আরো ‘স্মার্ট লুক’ পায় ফোন। দ্বিতীয়ত, গ্লাস বা কাচের ব্যাক প্যানেলের জন্যেই ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা পাচ্ছেন গ্রাহক। সেই কারণেই ঝুঁকি জেনেও স্মার্টফোনের ব্যাক প্যানেলে কাচ লাগাচ্ছেন তারা। প্রথম দিকে স্মার্টফোনের পেছনের অংশটা তৈরি হতো অ্যালুমিনিয়াম বা বিভিন্ন ধরনের ধাতু দিয়ে। এর অনেকগুলো সমস্যা ব্যবহারকারীদের চোখে পড়ে। এসব ধাতুর কারণে ফোন দ্রুত গরম হয়ে যেত। তা ছাড়া অনেক সময় নেটওয়ার্কের সমস্যাতেও ভুগতেন গ্রাহক, যার জেরে বর্তমানে মেটাল ব্যাক প্যানেল যুক্ত স্মার্টফোন নির্মাণ প্রায় বন্ধ করে দিয়েছে স্মার্টফোন নির্মাণকারী কম্পানিগুলো। ফোনের ব্যাক প্যানেল কাচের হওয়ার আরো একটা অসুবিধা রয়েছে। এতে মুঠোবন্দি ডিভাইসের ওজন কয়েক গুণ বেড়ে যায়। আর তাই বিশ্লেষকদের একাংশ মনে করেন, ব্যাক প্যানেলে প্লাস্টিক থাকা সবচেয়ে ভালো। এতে এক দিকে যেমন ফোনের ওজন কমবে, অন্যদিকে তেমন দামের দিক থেকে কিছুটা স্বস্তি পাবেন গ্রাহকরা। কিন্তু ব্যাক প্যানেল প্লাস্টিকের হলে ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা পাবেন না ব্যবহারকারী। বর্তমানে বাজার কাঁপাচ্ছে ‘ভেগান-লেদার’ ব্যাক প্যানেলের ফোন। যাকে দেখতে মনে হবে মুঠোবন্দি ডিভাইসটির পেছনের অংশটি চামড়ার তৈরি। এই ‘ভেগান-লেদার’ কিন্তু আসলে প্লাস্টিক। ‘স্মার্ট লুক’-এর দিক থেকে যা কাচের চেয়ে কোনো অংশে কম নয়, বলছেন বিশ্লেষকেরা।


এলএবাংলাটাইমস/আইটিএলএস