আইটি

অ্যাপলের কাছ থেকে অর্থায়ন চাইছে ইন্টেল

সংকটে থাকা মার্কিন চিপ নির্মাতা ইন্টেল অ্যাপলের কাছ থেকে বিনিয়োগ চেয়েছে বলে ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন নির্মাতা অ্যাপল ও ইন্টেলের মধ্যে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার সম্ভাবনা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে এখনো কোনো চুক্তি হয়নি। খবর প্রকাশের পর ইন্টেলের শেয়ারমূল্য ৬ শতাংশ বৃদ্ধি পায়।
ইন্টেলের এই পদক্ষেপ এমন এক সময়ে এসেছে, যখন এনভিডিয়া প্রায় ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এতে তারা ইন্টেলের প্রায় ৪ শতাংশ শেয়ার কিনবে। এর আগে মার্কিন সরকারও ইন্টেলের ১০ শতাংশ শেয়ার কিনে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল। এছাড়া জাপানের সফটব্যাংকও গত মাসে প্রতিষ্ঠানটিতে ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।
সিলিকন ভ্যালির প্রতীক হিসেবে পরিচিত ইন্টেল কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিযোগিতায় এনভিডিয়া ও এএমডির মতো প্রতিদ্বন্দ্বীদের পেছনে পড়ে গেছে। কোম্পানির নতুন সিইও লিপ-বু টান ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে অংশীদার খুঁজছেন। অ্যাপলের জন্য এ ধরনের বিনিয়োগ ইন্টেলের প্রতি আস্থার প্রতীক হতে পারে। ২০২০ সালে নিজস্ব চিপ ব্যবহারের আগে অ্যাপল দীর্ঘদিন ইন্টেলের গ্রাহক ছিল। বর্তমানে অ্যাপল প্রধানত তাইওয়ানের টিএসএমসির ওপর নির্ভরশীল। তাই ইন্টেলের সঙ্গে অংশীদারিত্ব অ্যাপলকে সরবরাহ ব্যবস্থায় বৈচিত্র্য আনতে সাহায্য করবে, বিশেষ করে তাইওয়ানকে ঘিরে ভূ-রাজনৈতিক ঝুঁকি বাড়তে থাকলে।   এলএবাংলাটাইমস/আইটিএলএস