আইটি

আইটি ল্যাব সলিউশন্স লি’র ১৪ বছর পূর্তি: প্রযুক্তি খাতে নতুন মাইলফলক

আনন্দোল্লাসে মুখর পরিবেশে সিলেটের স্বনামধন্য সফটওয়্যার প্রতিষ্ঠান "আইটি ল্যাব সলিউশন্স লিমিটেড" উদযাপন করলো তাদের গৌরবময় ১৪তম বর্ষপূর্তি দিবস। ২০২৫ সালের ২০ নভেম্বর, বৃহস্পতিবার, সিলেট শহরের ধোপাদিঘীরপাড়স্থ কোম্পানির হেড অফিস প্রাঙ্গণে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব অনুষ্ঠিত হয়, যা প্রযুক্তিপ্রেমী, শিক্ষাবিদ ও বিভিন্ন ক্ষেত্রের পেশাজীবীদের মিলনমেলায় রূপ নেয়। অনুষ্ঠানে শিক্ষক, প্রযুক্তিবিদ, সংগঠক, ব্যবসায়ী, সাংবাদিক, লেখক ও সমাজকর্মীসহ নানা পেশার গুণীজনদের মনোমুগ্ধকর সমাবেশ ঘটে। উপস্থিত ছিলেন কোম্পানির সম্মানিত চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, অর্থ পরিচালক, অন্যান্য পরিচালকসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
ড. হিমাদ্রী শেখর রায়- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়;
সহযোগী অধ্যাপক ড. আহসান হাবিব- ইন্সটিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, শাবিপ্রবি;
সহযোগী অধ্যাপক পার্থ সারথী নাগ- মঈন উদ্দীন আদর্শ মহিলা কলেজ;
ফুয়াদ আহমেদ- হেড অব দ্য ডিপার্টমেন্ট অব সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, মেট্রোপলিটন ইউনিভার্সিটি;
সহযোগী অধ্যাপক ও প্রধান মোঃ আব্দুল আউয়াল আনসারী- আরটিএম আল-কবীর কারিগরি বিশ্ববিদ্যালয়;
রাজর্ষি প্রাজ্জ্বল তালুকদার- প্রভাষক, এনইইউবি (সি এস ই);
সৈয়দ রেজওয়ানুল হক রুবেল- সিইও, টেকনেক্সট লিমিটেড;
প্রতিম পুরকায়স্থ- সিইও, জার্নিমেকার জবস। প্রতিষ্ঠানের পক্ষ থেকে ছিলেন উত্তম কৃষ্ণ মহারত্ন, পল্লব তালুকদার এবং অভিমূন্য ভট্টাচার্য। এছাড়া বিভিন্ন আইটি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ডেভেলপার, ব্যাংকার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার শুভাকাঙ্ক্ষী এবং প্রতিষ্ঠানের প্রাক্তন প্রতিনিধিরাও অনুষ্ঠানে যোগ দেন। সবাইকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক দেবরাজ চৌধুরী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন কোম্পানির চেয়ারম্যান, বিশিষ্ট লেখক ও সংগঠক নিরঞ্জন দে। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ কেক কেটে ১৪তম বর্ষপূর্তির আনুষ্ঠানিক উন্মোচন করেন। বক্তব্যে কোম্পানির চেয়ারম্যান বলেন,
আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে প্রযুক্তির অগ্রযাত্রায় এগিয়ে নিতে আমরা নিরন্তর কাজ করে যাচ্ছি। শত প্রতিকূলতার মাঝেও আমরা আমাদের লক্ষ্য থেকে কখনো সরে যাইনি, ভবিষ্যতেও তা অটুট থাকবে। আইটি সেক্টরে সকল পর্যায়ে সেবা প্রদানের পাশাপাশি দক্ষ জনবল গড়ে তুলতে এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রম সহজ করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।” ব্যবস্থাপনা পরিচালক দেবরাজ চৌধুরী এই মাইলফলককে ঘিরে গভীর উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন,
“১৪তম বর্ষপূর্তি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি আমাদের অতীত অর্জনের প্রতিচ্ছবি এবং ভবিষ্যতের সম্ভাবনার প্রেরণা। আমাদের গ্রাহক, অংশীদার এবং কর্মকর্তা-কর্মচারীদের অবিচল আস্থা ও সমর্থনেই আমরা এগিয়ে চলছি।” দিনব্যাপী নানা আয়োজন শেষে অভ্যন্তরীণ খেলাধুলার পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।