আইটি

বাংলাদেশ থেকে আরো ব্যান্ডউইথ নেওয়ার আগ্রহ ভারতের

বাংলাদেশ থেকে আরো ব্যান্ডউইথ নিতে আগ্রহ প্রকাশ করেছে ভারত।

রোববার ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করে এ আগ্রহ প্রকাশ করেন।

এর আগে ভারতের ত্রিপুরা রাজ্যে ১০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করে বাংলাদেশ।

প্রতিমন্ত্রী ভারতে ব্যান্ডউইথ রপ্তানির বিষয়ে প্রতিশ্রুতি দেন। এ ছাড়াও তারা সাইবার নিরাপত্তা এবং সার্ক স্যাটেলাইট বিষয়ে আলোচনা করেন এবং সাইবার নিরাপত্তা বিষয় একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. ফায়জুর রহমান চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।


 এলএবাংলাটাইমস/আই/এলআরটি