আইটি

মাত্র ৫ ডলার খরচে এলসিডি মনিটর হবে টাচস্ক্রীন

মোবাইল ডিভাইসগুলো টাচস্ক্রীনের বদৌলতে হয়েছে দ্রুত জীবন্ত। ইউনিভার্সিটি অব ওয়াশিংটন এর গবেষকরা তৈরি করেছেন এমন একটি সেন্সর যা এলসিডি মনিটরকে টাচস্ক্রীন মনিটরে পরিণত করতে পারবে। সুখকর ব্যাপার হলো সেন্সরের জন্য খরচ পড়বে মাত্র ৫ ডলার।
তৈরিকৃত সেন্সরটির নাম রাখা হয়েছে ইউটাচ (uTouch)। আপনি যখন এলসিডি স্ক্রিন স্পর্শ করবেন, তখন সেন্সরটি ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্টারফেরেন্স সংবেদন তৈরি করবে। ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্টারফেরেন্সকে সংক্ষেপে ইএমআই (EMI)বলা হয়। ইউটাচ সেন্সর এই ইএমআই এর পরিমাণ মাপতে পারবে। শুনতে অবাক লাগলেও এর গ্রহণযোগ্য ব্যাখ্যা আছে। আমাদের বসতবাড়িতে প্রবাহিত বিদ্যুৎ এর স্বতন্ত্র ইলেক্ট্রোম্যাগনেটিক স্বাক্ষর থাকে। যা আলাদা আলাদা। ইউটাচ সেন্সর এলসিডি তে প্লাগ করার ফলে ইলেক্ট্রোম্যাগনেটিক স্বাক্ষরগুলো শনাক্ত করতে পারবে। এর মাধ্যমে বাইরে থেকে আমরা যা নির্দেশনা দিব তা ইনপুট হবে। সফটওয়্যার এর মাধ্যমে ইনপুট নির্দেশনাকে সহজেই আউটপুটে পরিণত করে এলসিডি টাচস্ক্রীণে পরিণত হবে।
স্ক্রীণের উপর হাত ঘুরিয়ে ছুঁয়ে কিংবা আলতো ধাক্কা দিয়ে এই সেন্সরটিকে কাজ করানো যাবে। সবচেয়ে মজার বিষয় হলো সেন্সরটির মাধ্যমে সফটওয়্যার উপযোগি অনেক গেসচার্স বানানো যাবে। এছাড়াও এলসিডিতে একাধিক গেসচার্স ব্যবহার করাও সম্ভব হবে।
এখন পর্যন্ত সেন্সরটি আশানুরূপ কাজ করছে। সেন্সরটি গড়ে শতকরা ৯৬.৪ ভাগ ইনপুট সনাক্ত করতে পারছে। তাই বলা হচ্ছে, এই ক্ষুদ্র সেন্সরটি সফটওয়্যারসহ ব্যবহার করে আপনার এলসিডিটি পরিণত করতে পারবেন টাচস্ক্রীনে, যা অসংখ্যা কাজের গেসচার্স সাপোর্ট করবে। গবেষকরা নিশ্চিত করেছেন বাণিজ্যিকভাবে সেন্সরটি বাজারজাত করলে এর দাম ৫ ডলারের উপর হবে না।