আইটি

এল বিশ্বের সবচেয়ে পাতলা ফোন

বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন উন্মুক্ত করল চীনের স্মার্টফোন নির্মাতাপ্রতিষ্ঠান ভিভো। মাত্র ৪.৭৫ মিলিমিটার পুরুত্বের ভিভোএক্স৫ম্যাক্স নামের এ ফোনটি ২২ ডিসেম্বর থেকে চীনের বাজারে বিক্রি শুরু হবে। এর দাম বাংলাদেশি টাকায় ৩৭ হাজারের কাছাকাছি।এ ফোনটির বিশেষ ফিচার হচ্ছে এর পুরুত্ব। বর্তমানে বাজারে থাকা বিশ্বের সবচেয়ে পাতলা ফোন অপো আর৫-এর চেয়েও এটি পাতলা। অপো আর৫-এর পুরুত্ব ৪.৮৫ মিলিমিটার। ভিভো কর্তৃপক্ষের দাবি, তারা এক্স৫ম্যাক্স ফোনটি তৈরিতে ৩.৯৮ মিলিমিটার পুরুত্বের চেসিস ব্যবহার করেছে, যা বিশ্বের মধ্যে সবচেয়ে পাতলা। এতে যে স্ক্রিনটি ব্যবহার করা হয়েছে তার পুরুত্ব মাত্র ১.৩৬ মিলিমিটার। এতে রয়েছে হাই-ফাই ২.০ সুবিধা। স্মার্টফোনটিতে ইয়ামাহা ওয়াইএসএস-২০৫এস চিপ ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটিতে ৬৪ বিটের অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬১৫ প্রসেসর ও দুই জিবি র‍্যাম রয়েছে। অ্যান্ড্রয়েড কিটক্যাট সমর্থিত স্মার্টফোনটিতে ফানটাচ ২.০ ইউজার ইন্টারফেস রয়েছে। স্মার্টফোনটিতে ৫.৫ ইঞ্চি ফুল এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে ও ১৬ জিবি বিল্ট ইন স্টোরেজ সুবিধা রয়েছে। স্মার্টফোনটির পেছনে এলইডি ফ্ল্যাশযুক্ত ১৩ মেগাপিক্সেল ও সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরাও রয়েছে। ফোরজি সমর্থিত স্মার্টফোনটিতে দুই সিম সমর্থন করবে। স্মার্টফোনটিতে রয়েছে ২০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এ ছাড়া ব্লুটুথ, ওয়াই-ফাই, থ্রিজি, মাইক্রো-এসবি সমর্থন করবে এটি।