আইটি

আইফোনের আদলে পিস্তল!

হেডলাইন দেখে চমকে গেলেও তার চেয়ে বেশি শঙ্কায় রয়েছে গোটা ইউরোপ। দেখতে ঠিক আইফোনের মতোই। কিন্তু বাস্তবে তা আইফোন নয়। বিশেষভাবে আইফোনের মতো ভাঁজ করা পিস্তল! একে বলা হচ্ছে ‘আইফোন গান’।

পিটিআই, ইভনিং স্ট্যান্ডার্ডসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রে তৈরি ৯ মিমি দুই ব্যারেলের এই এ ‘আইফোন গান’টি ইউরোপে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ফলে ইউরোপজুড়ে আইফোন সদৃশ পিস্তল সম্পর্কে সতর্ক অবস্থায় আছে দেশটির পুলিশ।

যুক্তরাষ্ট্রের মিনেসোটাভিত্তিক আইডিয়াল কনসেল এর নির্মাতা। আইফোনের মতো দেখতে এ গানটির বাটনে চাপ দিলেই তা অস্ত্র হিসেবে রূপ নেয়। ইতোমধ্যে অস্ত্রটির জন্য ১২ হাজার চাহিদা পেয়েছে নির্মাতারা।

বেলজিয়ান পুলিশ এক সতর্ক বার্তায় বলেছে, এটি এমন অস্ত্র, চোখে দেখলে মোবাইল ফোনের সঙ্গে পার্থক্য বের করা সম্ভব নয়। ফলে এটা যেকোনো ভাবে চোখ এড়িয়ে যেতে পারে। তবে এখন পর্যন্ত সেখানে এ ধরনের কোনো অস্ত্র যায়নি।


এলএবাংলাটাইমস/আইসিটি/এলআরটি