আইটি

মা-বাবার অতিরিক্ত মোবাইল ব্যবহার পারিবারিক জীবন ক্ষতিগ্রস্ত করে: জরিপ

মাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে চালানো এক জরিপে দেখা গেছে, বাবা মায়ের অতিরিক্ত মোবাইল ফোনের ব্যবহার পারিবারিক জীবনকে ক্ষতিগ্রস্ত করে। জরিপে ১১ থেকে ১৮ বছর বয়স্ক ২ হাজার শিক্ষার্থীর মধ্যে  অন্তত এক-তৃতীয়াংশ কিশোর-কিশোরী সারাক্ষণ মোবাইল না দেখতে তাদের বাবা-মাকে অনুরোধ করেছে। 
এই জরিপের ১৪ শতাংশ বলেছে, তাদের মা-বাবা খাবার টেবিলেও মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন। কিন্তু জরিপের ৩ হাজার অভিভাবকের ৯৫ শতাংশ এই তথ্য অস্বীকার করেছেন। আর মাত্র ১০ শতাংশ অভিভাবক বলেছেন, তাদের মোবাইল ব্যবহার করাটা কোনো সমস্যা নয়। 
৪৫ শতাংশ অভিভাবক মনে করেন, তারা নিজস্ব সময়ের অনেকখানিই অনলাইনে অপচয় করেন। ৩৭ শতাংশ বলেছেন, তারা ছুটির দিনগুলোতে ৩ থেকে ৫ ঘণ্টা অনলাইনে থাকেন। ৫ শতাংশ বলেছেন, ছুটির দিনে তারা অনলাইনে সময় কাটান ১৫ ঘণ্টা পর্যন্ত।
ডিজিটাল অ্যাওয়ারনেস ইউকে (ডাউক) এবং হেডমাস্টার্স ও হেডমিস্ট্রেসেস কনফারেন্স নামে যুক্তরাজ্যের দুটি সংগঠন (এইচএমসি) এই সমীক্ষাটি চালিয়েছে। 
সূত্র: বিবিসি