আইটি

বাজারে আসছে মাইক্রোসফটের নয়া ‘ফ্যাবলেট’

নতুন বছরের শুরুর দিনেই দেশের বাজারে নয়া ‘ফ্যাবলেট’ আনার কথা ঘোষনা করল মাইক্রোসফট৷চলতি বছরের মার্চ মাসে তারা নয়া এই প্যাবলেটটি বাজারে আনবে বলে জানা গেছে৷মাইক্রোসফটের নয়া এই ফ্যাবলেটটির নাম লুমিয়া ১৩৩০ ৷ মাইক্রোসফটের নয়া এই উইন্ডোজ প্যাবলেটটিতে থাকবে 400 স্নাপড্রাগন প্রসেসর এবং 1GB RAM৷ এছাড়া নয়া মডেলে ক্যামেরার দিকে বিশেষ নজর দিয়েছে মাইক্রোসফট৷ নয়া মডেলে আছে 14.1MP রিয়ার ক্যামেরা এবং সেলফির জন্য আছে 5 MP ফ্রন্ট ক্যামেরা৷5.7 ইঞ্চির নয়া HD ডিসপ্লে’র নয়া এই প্যাবলেটটিতে ইন্টারনাল মেমোরি 32GB৷তবে নয়া মডেলটির দাম কত হবে তা মাইক্রোসফটের তরফে জানান হয়নি৷