আইটি

১১ মিনিট উধাও ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট

১১ মিনিটের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট বৃহস্পতিবার ‘উধাও’ হয়ে গিয়েছিল বলে খবর দিয়েছে বিবিসি। সামাজিক যোগাযোগমাধ্যম বিষয়টি প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের এক কর্মী তার শেষ কর্মদিবসে ‘ইচ্ছাকৃতভাবে’ এ কাণ্ড ঘটিয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৪টায় হঠাৎ করেই টুইটারে ট্রাম্পের @realdonaldtrump অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যায়। পরে তা সচল করা হয়। ওই ১১ মিনিট যারা ট্রাম্পের টুইটার পেইজে যাওয়ার চেষ্টা করেছেন, তারা কেবল একটি নোটিস দেখেছেন। সেখানে লেখা ছিল- ‘দুঃখিত, এই পৃষ্ঠাটির অস্তিত্ব নেই!’ তবে মার্কিন প্রেসিডেন্টের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট @POTUS সচল ছিল।

প্রাথমিকভাবে টুইটারের পক্ষ থেকে জানানো হয়, টুইটারের এক কর্মীর কারণে মানবিক ভুলে অ্যাকাউন্টটি সাময়িক সময়ের জন্য অচল হয়ে গিয়েছিল।

এর কিছুক্ষণ পরেই প্রতিষ্ঠানটির @Twittergov অ্যাকাউন্ট থেকে বলা হয়, কর্মীদের শেষ  কর্মদিবসে এক কর্মী এ কাণ্ড ঘটিয়েছে। তবে তার নাম প্রকাশ করা হয়নি।এ ঘটনাটি তদন্ত করার কথাও জানিয়েছে টুইটার।

টুইটারে প্রেসিডেন্ট ট্রাম্পের ফলোয়ারের সংখ্যা ৪ কোটি ১৭ লাখ। বৃহস্পতিবার অ্যাকাউন্টটি সচল হওয়ার পর তার প্রথম টুইট ছিল কর কমানোর একটি পরিকল্পনা নিয়ে।

এলএবাংলাটাইমস/আইসিটি/এলআরটি