আইটি

জ্যাম এড়াতে ট্যাক্সি ড্রোন বানাচ্ছে চীন

রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা জ্যামে বসে থাকার দিন বোধহয় ফুরাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দি ডেইলি স্টার বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে,  সাধারণ যাত্রীদের জন্য প্রচুর পরিমাণে উড়ন্ত ট্যাক্সি তৈরি করছে চীন। দুই সিটের এসব ট্যাক্সি আকাশে উড়তে ড্রোন প্রযুক্তির সহায়তা নেয়া হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, চীনা প্রতিষ্ঠান ই-হাং ইন্স এরই মধ্যে এক সিটের ট্যাক্সি ড্রোনের সফল পরীক্ষা করেছে। সেই সুবাদেই বাজারে আসছে দুই সিটের উড়ন্ত ট্যাক্সি।

প্রতিষ্ঠানটি প্রথমে জানিয়েছিল, তাদের নির্মিত উড়ন্ত ট্যাক্সি ঘণ্টায় প্রায় ১শ’ কিলোমিটার গতিবেগে চলবে। তবে বাজারজাতের জন্য তৈরি করা ড্রোন ট্যাক্সিগুলো ঘণ্টায় ৬২ কিলোমিটার গতিতে চলতে সক্ষম বলে প্রতিবেদনে বলা হয়।

আগামী বছর থেকেই এসব উড়ন্ত ট্যাক্সি ডুবাই ও চীনের বাজারে মিলবে বলে জানিয়েছে নির্মাণকারী সংস্থাটি। পর্যায়ক্রমে বিশ্বের অনেক শহরেই দেখা যাবে রাস্তা ছেড়ে আকাশ দিয়ে যাওয়া উড়ন্ত ট্যাক্সি।

এলএবাংলাটাইমস/আইসিটি/এলআরটি