আইটি

ইনটেল প্রসেসর এখন বোতামের মতো

গত ৬ জানুয়ারি লাস ভেগাসে সিইএসে কী নোটউপস্থাপন করেন ইনটেল প্রধান নির্বাহী ব্রায়ানক্রেজনিক। তিনি বলেন, এখন পরিধেয় পণ্যহিসেবে কম্পিউটার ব্যবহৃত হচ্ছে। তাই ক্রেতারবাজার ধরে রাখতে নানান পদ্ধতি অনুসরনকরতে হচ্ছে। তাই ক্রেতাকে সর্বচ্চসেবা দিতে বোতামসদৃশ একটি চিপতৈরি করেছে ইনটেল ।ক্রেজনিক কলেন, ‘আমরা এখন দ্বিমাত্রিকথেকে ত্রিমাত্রিক দুনিয়ার যাচ্ছি। কম্পিউটারএখন তাই তারহীন। সবকিছুই এখন স্মার্ট ওসংযোগের আওতায় এসে যাচ্ছে। এ উপলক্ষে ইনটেলকুরি মডিউল উন্মুক্ত করছে আমাদের প্রতিষ্ঠান।ইনটেল কুরি মডিউল হচ্ছে বোতামের সমানএকটি প্রসেসর, যা পরিধেয় প্রযুক্তিপণ্য যেমন—পোশাক, স্মার্টগ্লাস, স্মার্টওয়াচপ্রভৃতি পণ্যে ব্যবহার করা যাবে।