ভ্রমণ

মহাশূন্য ভ্রমণে যাচ্ছেন জেফ বেজোস!

অ্যামজনের সিইও জেফ বেজোস যাচ্ছেন মহাশূন্যে। জুলাই মাসের ২০ তারিখ জেফ বেজোস ও তার ভাই মার্ক মহাশূন্যের দিকে রওনা হবেন। ব্লু অরিজিনিস সোমবার (৭ জুন) এই ঘোষণাটি দিয়েছে। নিউ শেপার্ডের প্রথম মানুষসহ অভিযানের নিলাম বিজেতা হয়ে মহাশূন্যে যাচ্ছেন বেজোস এবং তার ভাই মার্ক। ইন্সটাগ্রাম পোস্টেও এই খবর নিজেই জানিয়েছেন বেজোস। পোস্টে তিনি লিখেন, 'পাঁচ বছর বয়স থেকে আমি মহাশূন্যে যাওয়ার স্বপ্ন দেখছি। জুলাই এর ২০ তারিখ আমি ও আমার ভাই সেই স্বপ্ন পূরণ করতে যাচ্ছি৷ আমার প্রিয় বন্ধুর সাথে এটি সবচেয়ে বড় রোমাঞ্চকর যাত্রা হতে যাচ্ছে'। মহাশূন্যে যাত্রা করার জন্য প্রায় ৬ হাজার জন বিড করেছেন। এখন পর্যন্ত কারা যাবেন নিশ্চিত জানা না গেলেও অনেকেই অ্যামজনের সিইও'র সাথে যাত্রার আশায় আছেন। জুনের ১২ তারিখ থেকে নিলাম সরাসরি সম্প্রচার হবে। আর যাত্রা শুরু হবে টেক্সাসের প্রত্যন্ত অঞ্চল ভ্যান হর্ন থেকে। এটি এল পাসো থেকে ১০০ মাইল পূর্বে অবস্থিত। যেই যান দিয়ে যাত্রা করা হবে, সেটির ক্যাপসুল বাইরের দৃশ্য দেখার উপযোগী করে কাঁচ দিয়ে তৈরি করা হয়েছে। পৃথিবীতে ফিরে আসার আগে তিন মিনিটের জন্য মহাশূন্যে ভেসে থাকার সুযোগ পাবেন যাত্রীরা। এলএবাংলাটাইমস/ওএম