ভ্রমণ

ঈদের ছুটি শেষ আবার প্যাকিং করার ঝামেলা নিতে হবে

দেখতে দেখতে ঈদের ছুটি প্রায় শেষ হয়ে এলো।  এসময় আবার প্যাকিং করার ঝামেলা নিতে হবে। ফেরার সময় গ্রাম থেকেও অনেক কিছু নিয়ে আসা হবে। সবকিছু মিলিয়ে অবশ্যই ভাবতে হবে প্যাকিং-এর ক্ষেত্রে কি কি টুকিটাকি জিনিস খেয়াল করা উচিত। সেগুলোই জানাচ্ছি: কি কি প্যাক কখন করবেন তার একটি লিস্ট মোবাইলের নোটপ্যাডে করে নিন। তাহলে কাজ অনেক সহজ হবে।
সুটকেস বা ট্রাভেল কিটে অন্য মালামাল রাখবেন না।

ময়লা জামাকাপড় ধোয়া না থাকলে আলাদা প্যাক করে সুটকেসে রাখুন। পারলে নতুন কাপড় থেকে আলাদা রাখুন। তাহলে বাজে গন্ধ ছড়াবে না।
আগে থেকেই প্যাকিং করে নিন। ফেরার সময় তাড়াহুড়ো করবেন না।
গ্রাম থেকে নতুন জিনিস নিলে তা দ্রুত ব্যাগে ভরে ফেলুন। নতুন জিনিসে অভ্যস্ত না হওয়ায় ফেলে আসার সম্ভাবনা থেকে যায়।
বাড়ি থেকে সবজি, ফল বা অন্য কোনো গ্রামীণ জিনিস কিনলে আলাদা করে একটি প্যাক করুন। সেটা বহন করার জন্যও ব্যবস্থা রাখুন।

সম্ভব হলে ব্যবহৃত কাপড় পরিষ্কার করে নিন। তারপর ব্যাগে ভরুন।
ফেরার পথে যেন ঝামেলা না হয় সেভাবে ব্যাগ গোছাতে হবে।
এমনভাবে প্যাক করুন সবকিছু যেন ভেতরে ক্ষতিগ্রস্ত না হয়।
ফেরার পথে গাড়িতে রাখলে যেন কোনোভাবে মালামালের ক্ষতি না হয় তা দেখে বিভিন্ন প্যাক বাধাই করুন। এলএবাংলাটাইমস/আইটিএলএস