ভ্রমণ

এভারেস্টজয়ী ‘লিজেন্ড’, ৩১ বার চূড়ায় উঠলেন কামি রিতা

নেপালের শেরপা কামি রিতা নিজের গড়া রেকর্ড ভেঙে ৩১তম বারের মতো বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট চূড়ায় আরোহন করলেন। মঙ্গলবার ভারতীয় সেনা কর্মকর্তাদের একটি দলকে নিয়ে স্থানীয় সময় ভোর চারটায় এভারেস্টে আরোহন করেন তিনি। অভিযানের আয়োজক প্রতিষ্ঠান সেভেন সামিট ট্রেকস এক বিবৃতিতে জানিয়েছে, ‘কামি রিতার জন্য কোনো ভূমিকার প্রয়োজন নেই। তিনি শুধু আমাদের জাতীয় বীর নন, তিনি এভারেস্টের বৈশ্বিক প্রতীক।’ বাণিজ্যিকভাবে গাইড হিসেবে কামি রিতা প্রথম এভারেস্টে উঠেছিলেন ১৯৯৪ সালে এবং এর পর থেকে প্রায় প্রতি বছরই তিনি এভারেস্ট অভিযানে গিয়েছেন। এর মধ্যে কোনো কোনো বছর তিনি একই মৌসুমে দুবার সামিট করেছেন। এভারেস্ট আরোহনের ক্ষেত্রে তার পরেই আছেন আরেক নেপালি শেরপা পাসাং দাওয়া। তিনি এ পর্যন্ত ২৯ বার সামিট করেছেন।    এলএবাংলাটাইমস/আইটিএলএস