আমেরিকা

দ্বিতীয় নাগরিক প্রণোদনা বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে

দ্বিতীয় নাগরিক প্রণোদনা বিষয়ে ডেমোক্রেটিক আইনপ্রণেতাদের সাথে ট্রাম্প প্রশাসনের আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউজ ইকোনমিক এডভাইজর ল্যারি কুদলোও। নির্বাচনের আগেই প্রণোদনা বিল পাশের জন্য আন্তরিক চেষ্টা চলছে বলে জানান হোয়াইট হাউজের শীর্ষ ইকোনমিক এডভাইজর ল্যারি কুদলোও। ল্যারি কুদলোও গণমাধ্যমে বলেন, কংগ্রেসিয়াল কমিটির নেতারা ট্রেজারি সেক্রেটারি স্টিভেন মুনচিনের কাছে প্রস্তাবনা বিষয়ে প্রশাসনের রিপোর্ট পাঠাবে সোমবার। সেই রিপোর্ট বিশ্লেষণের পর হাউজ স্পিকার ন্যান্সি পেলোসির সাথে আলোচনায় বসবেন স্টিভেন মুনচিন। তিনি বলেন, দ্বিতীয় নাগরিক প্রণোদনা বিষয়ে আলোচনা চলবে। আজকেও আলোচনার টেবিল খোলা রয়েছে। তবে ন্যান্সি পেলোসির সাথে বেশকিছু বিষয়ে ট্রাম্প প্রশাসনের দ্বিমত রয়েছে উল্লেখ করে ল্যারি বলেন, 'আমাদের ইকোনমিক পরিকল্পনার সাথে তাদের পরিকল্পনার ফারাক রয়েছে। ফলে তাদের প্রস্তাব মেনে নিয়ে চুক্তি করা সম্ভব হচ্ছে না'। 'আমরা করোনার কারণে বিপর্যস্ত নাগরিকদের লোকাল গভর্নমেন্টের মাধ্যমে সহায়তা করতে বেশি আগ্রহী। ট্রাম্প প্রশাসন ইমিগ্রেশন ও স্বাস্থ্যখাতে বেশি ব্যয় করতে চাই' - যোগ করেন ল্যারি। তবে নির্বাচনের আগে দ্বিতীয় নাগরিক প্রণোদনা বিল আদৌ পাশ হবে কী না, এই বিষয়ে মন্তব্য করেননি ল্যারি। উল্লেখ্য, দ্বিতীয় নাগরিক প্রণোদনার জন্য ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলার প্রস্তাবনা রেখেছে ডেমোক্রেটরা। তবে ট্রাম্প প্রশাসন ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলারে চুক্তি করতে চাইছে৷ এই বিষয়ে মতানৈক্যের কারণে বারবার চুক্তি পণ্ড হয়ে যাচ্ছে। ফলে নির্বাচনের আগে কর্মহীনরা প্রণোদনার অর্থ পাবেন কী না- এটি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এলএবাংলাটাইমস /ওএম