আমেরিকা

নির্বাচনে বাগড়া দিলে দেশব্যাপী আন্দোলনের হুমকি

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ডোনাল্ড ট্রাম্প মেনে না নিলে কিংবা ভোট গণনায় বাধাগ্রস্ত করলে দেশব্যাপী আন্দোলনের পরিকল্পনা করছেন বেশ কয়েকটি সংগঠন। বারোটির অধিক বৃহৎ এই সংগঠনগুলোর দাবি, তারা যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করছেন। বেশ কয়েকটি হিউমিনিস্ট সংগঠন একত্রিত হয়ে 'প্রোটেক্ট দ্যা রেজাল্ট' কর্মসূচি পালনের জন্য প্রস্তুতি নিচ্ছে। ক্ষমতাসীন রিপাবলিকানরা যেনো নির্বাচনে হস্তক্ষেপ করতে না পারে, সেজন্য সংগঠনের নেতারা ওয়েবসাইট খুলে বিভিন্ন ইভেন্ট ও কর্মসূচি দাখিল করে রেখেছে৷ নির্বাচনের পরেরদিন থেকেই সক্রিয় ভাবে নির্বাচনের ফলাফল রক্ষায় কাজ করবে এরা। যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন 'স্ট্যান্ড আপ আমেরিকার' শীর্ষ সংগঠক সিন এল্ড্রিজেন গণমাধ্যমকে বলেন, নির্বাচনের ফলাফল ট্রাম্পের বিপক্ষে গেলে তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে চাইবেন না বলে আমরা বিশ্বাস করি। তাই আমরা নির্বাচনের ফলাফল সুরক্ষায় একত্রিত হচ্ছি। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা হস্তান্তর কিংবা ভোট প্রভাবিত করতে চাইলে দেশব্যাপী আন্দোলন শুরু করবেন সংগঠনের সদস্যরা। যদিও সাংবিধানিকভাবে নির্বাচনের ফলাফল প্রভাবিত করতে প্রেসিডেন্টের ক্ষমতা নেই, তবু সংগঠনগুলো এই ধরণের পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন। এর প্রেক্ষিতে বিভিন্ন দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের উদাহরণ টেনে সংগঠকরা বলেন, ট্রাম্প তাঁর প্রশাসনিক ক্ষমতা বলে নির্বাচন চুরি করতে চাইবেন। এই বিষয়ে জনগণ সজাগ রয়েছে। এর আগে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যমে বলেন, নির্বাচনের ফলাফল তাঁর বিপক্ষে গেলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি তিনি নিশ্চিত করতে পারছেন না। এই বিবৃতির পরই তীব্র সমালোচনা শুরু হয় ট্রাম্পের বিরুদ্ধে৷ পরবর্তীতে এই সম্ভাবনা উড়িয়ে দিয়ে ফলাফল মেনে নেওয়া হবে বলে জানায় রিপাবলিকান নেতারা। এদিকে, রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এবারের নির্বাচন অন্যান্যবারের নির্বাচন থেকে আলাদা হবে। এছাড়াও নির্বাচনকে ঘিরে সহিংসতার শঙ্কা রয়েছে বলেও জানায় রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো। এলএবাংলাটাইমস /ওএম