আমেরিকা

নাগরিক প্রণোদনার বিল পাশে বাইডেনের তাগাদা

দ্বিতীয় নাগরিক প্রণোদনার অর্থ কবে নাগাদ পাবেন কর্মহীন মার্কিনীরা, সেই বিষয়ে এখনো কিছুই চূড়ান্ত হয়নি। নির্বাচনের বেশ আগে থেকেই প্রণোদনার অর্থ চূড়ান্ত করতে দর কষাকষি চালিয়ে যাচ্ছেন কংগ্রেস হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি এবং ট্রেজারি সেক্রেটারি স্টিভেন মুনচিন। কিন্তু রিপাবলিকান ও ডেমোক্রেটিকদের বনিবনা না হওয়ায় এখনো প্রণোদনার অর্থের পরিমাণ চূড়ান্ত হয়নি। ফলে আরো সমস্যায় পড়ছেন লাখ লাখ কর্মহীন বাসিন্দা। রবিবার (১৫ নভেম্বর) দ্বিতীয় নাগরিক প্রণোদনার অর্থ দ্রুত পাশ করতে কংগ্রেসকে তাগাদা দেন প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেন। জো বাইডেনের চিফ অব স্টাফ রন ক্লেইন দ্বিপাক্ষিক চুক্তি দ্রুত নিষ্পত্তি করে কর্মহীন নাগরিকদের কাছে অর্থ পৌঁছে দিতে বলেন। সংবাদ মাধ্যমে জো বাইডেনের চিফ অব স্টাফ রন ক্লেইন বলেন, বাইডেন ২০ জানুয়ারি ক্ষমতায় বসার আগেই দ্বিতীয় নাগরিক প্রণোদনার অর্থ পাশ হওয়া জরুরি। নির্বাচনকে ঘিরে আইনী লড়াই শুরু হওয়ায় এখন পর্যন্ত স্থগিত হয়ে আছে নাগরিক প্রণোদনা বিষয়ক আলোচনা। প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেনের জয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেনে না নেওয়ায় মূলত জটিলতার সৃষ্টি হয়েছে। কবে নাগাদ প্রণোদনার অর্থ পাবে মার্কিনীরা, এই বিষয়ে কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। এর আগে গতকাল প্রেসিডেন্ট ডোনাল্ড টুইটারে এক বার্তায় লিখেন, দ্বিতীয় নাগরিক প্রণোদনার জন্য বড় অংকের অর্থ পাশ করা হবে। কংগ্রেসের আলোচনা ফলপ্রসূ হলে ডোনাল্ড ট্রাম্প যেকোনো পরিমাণ অর্থ পাশ করাতে প্রস্তুত আছেন। এদিকে, দ্বিতীয় নাগরিক প্রণোদনার অর্থ নিয়ে বেশ কয়েক মাস ধরেই আলোচনা চালিয়ে যাচ্ছেন ন্যান্সি পেলোসি ও স্টিভেন মুনচিন। রিপাবলিকানরা প্রথমে ১ দশমিক ৮০ ট্রিলিয়ন ডলার প্রণোদনার জন্য পাশ করতে চাইলেও ডেমোক্রেটিকরা এই প্রস্তাবে রাজি হয়নি। ডেমোক্রেটিকরা প্রণোদনার জন্য ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলার দাবি করছে৷ এলএবাংলাটাইমস /ওএম