আমেরিকা

জন্মসূত্র নাগরিকত্ব আইনে পরিবর্তন আনবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের জন্মসূত্র নাগরিকত্ব আইনে পরিবর্তন আনতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন আইনে, যুক্তরাষ্ট্রে জন্ম হওয়া যেসব শিশুর পিতা-মাতা যুক্তরাষ্ট্রের স্থায়ী অভিবাসী নন, সেসব শিশুদের জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়া হবে না। মেয়াদের শেষ সময়ে এসে এমন নির্বাহী আদেশ জারির চিন্তা ভাবনা করছে ট্রাম্প প্রশাসন, ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্র এই খবরটি নিশ্চিত করেছেন। সূত্র আরো জানায়, প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেন জানুয়ারিতে ক্ষমতায় বসার আগেই নতুন নাগরিকত্ব আইনটি জারি হতে পারে। ইতোমধ্যে এই বিষয়ে খসড়া তৈরি করা হয়েছে। এখন দলের ভিতর এই আইন জারির বিষয়ে চূড়ান্ত কথাবার্তা চলছে। ক্ষমতায় বসার পর থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্র নাগরিকত্ব আইন বাতিলের বিষয়ে কথা বলছিলেন। ১৪তম সংশোধনী বিষয়ে মূলত আপত্তি তুলেছে ট্রাম্প প্রশাসন। সংশোধনী অনুযায়ী, কোনো শিশু যুক্তরাষ্ট্রের মাটিতে জন্মগ্রহণ করলে সে দেশের নাগরিকত্ব পাবে। তবে পিতা-মাতা স্থায়ী অভিবাসী কী না, সেই বিষয়ে সংশোধনীতে কোনো কিছু উল্লেখ করা ছিলো না। আর এই সংশোধনী নিয়েই আপত্তি তুলেছেন ট্রাম্প। ট্রাম্প প্রশাসন চাইছে, জন্মসূত্র নাগরিকত্ব বিষয়ে পরিবর্তন আনতে। তবে, নতুন জন্মসূত্র নাগরিকত্ব আইন জারি করলে সেটি আদালতে চ্যালেঞ্জের মুখে পড়বে। উদারপন্থী বিচারক এবং আইনজীবীরা এই আইনের বিরুদ্ধে অবস্থান নিবে। উল্লেখ্য, প্রতি বছর বিভিন্ন দেশ থেকে ৩০ হাজারের বেশি মানুষ মানুষ সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্র ভ্রমণে আসেন। সন্তান জন্মের পর সন্তানের নাগরিকত্ব নিয়ে অনেকেই আবার চলে যান। সন্তানের বয়স ২১ বছর হলে তাঁরা আবার মা-বাবার অভিবাসনের জন্য আবেদন করতে পারেন। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর এমন ‘বার্থ ট্যুরিজম’ বন্ধের প্রয়াস নিয়েছে। এলএবাংলাটাইমস /ওএম