আমেরিকা

অবৈধ অভিবাসীদের গণনা জটিলতা, সুপ্রিম কোর্টে শুনানি

যুক্তরাষ্ট্রের আদমশুমারি প্রায় শেষ হলেও জটিলতা দেখা দিয়েছে অবৈধ অভিবাসীদের নিয়ে। গণনার কাজ শেষ হলেও অবৈধ অভিবাসীদের গণনা থেকে বাদ দিতে চায় ট্রাম্প প্রশাসন। এ বছরের জুলাই মাসে অবৈধ অভিবাসীদের জনগণনা থেকে বাদ দিতে নির্দেশনা জারি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প৷ তবে এই নির্দেশনার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছে নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, টেক্সাসসহ কিছু রাজ্য। বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি করতে সুপ্রিম কোর্টে আজ সোমবার (৩০ নভেম্বর) শুনানি শুরু হচ্ছে। যুক্তরাষ্ট্রের আদমশুমারি নিয়ম অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মাটিতে বসবাসরত সবাইকেই জনগণনায় অন্তর্ভুক্ত করতে হবে। কে অবৈধ অভিবাসী সেটি জনগণনার ক্ষেত্রে বিবেচ্য বিষয় নয়। মূলত আইন জারি করে এই নিয়ম সুরক্ষিত করা হয়েছে। তবে ট্রাম্প প্রশাসন জনগণনা থেকে অবৈধ অভিবাসীদের বাদ দিতে তৎপরতা চালিয়ে যাচ্ছে৷ ট্রাম্পের এই বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়িয়েছে বেশ কয়েকটি রাজ্য ও মানবাধিকার সংগঠন। এছাড়া অবৈধ অভিবাসীদের জনগণনা থেকে বাদ দিতে পারলে রাজনৈতিক সুফলও ভোগ করবে রিপাবলিকানরা। এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে অভিবাসী বেশি এমন অঙ্গরাজ্যগুলোর প্রতিনিধি পরিষদে ক্ষমতা কমে যাবে। এমন অঙ্গরাজ্যের মধ্যে রয়েছে নিউইয়র্ক ও ক্যালিফোর্নিয়ার মতো অঙ্গরাজ্য। প্রতিনিধি পরিষদে এসব অঙ্গরাজ্যের আসন সংখ্যা কমে গেলে ডেমোক্র্যাট প্রতিনিধিত্ব কমবে, যার সুফল পাবে রিপাবলিকানরা। ডেমোক্রেটিকরা ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে আইনের পরিপন্থী ও অমানবিক বলে আখ্যা দিয়েছে। এছাড়া এটি আদমশুমারির মূলনীতিকে ক্ষুণ্ণ করে বলেও মন্তব্য করেন ডেমোক্রেটিকরা। যুক্তরাষ্ট্রে আনুমানিক ১ কোটি ১০ লাখ অবৈধ অভিবাসী রয়েছে। যুক্তরাষ্ট্রের আদমশুমারি আইন অনুযায়ী, এতো দিন নাগরিকত্ব যা-ই হোক না কেন, যুক্তরাষ্ট্রের বাসিন্দা মাত্রই আদমশুমারিতে স্থান পাবে। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের আইনজীবী ডেল হো বলেন, ‘নিয়ম অনুযায়ী এমনটাই হওয়ার কথা। আমি আশা করি রক্ষণশীল বিচারকেরা বিষয়টিকে সহজভাবেই দেখবেন। তাঁরা সব সময় লিখিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার কথা বলেন। এবারও তাঁরা তাই করবেন বলে আশা করি।’ এলএবাংলাটাইমস/ওএম