আমেরিকা

‘সেন্ডওয়েভ ও এলএ বাংলা’র পার্টনারশিপ, প্রমো কোড ব্যবহারে মিলছে ফ্রি ক্রেডিট

জনপ্রিয় মানি ট্রান্সফার অ্যাপ সেন্ডওয়েভ ও লস এঞ্জেলেস ভিত্তিক জনপ্রিয় পোর্টাল এলএ বাংলা টাইমস সম্মিলিতভাবে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের জন্য নিয়ে এলো দারুণ এক অফার। সেন্ডওয়েভ অ্যাপের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠানোর সময় প্রমো কোড ‘LABANGLA’ ব্যবহার করলে গ্রাহকেরা নিশ্চিত পেয়ে যাবেন ৫ ডলার ফ্রি ক্রেডিট। পাশাপাশি +1647614590 নাম্বারে এসএমএস করলে আরো ৫ ডলার ফ্রি ক্রেডিট মিলবে। তবে আর দেরি কেনো? নিরাপদে, আকর্ষণীয় এক্সচেঞ্জ রেইটে ও দ্রুততম সময়ে সম্পূর্ণ বিনামূল্যে স্বদেশ ও স্বজনদের কাছে টাকা পাঠাতে ব্যবহার করুন সেন্ডওয়েভ অ্যাপ। পাশাপাশি মোট টাকার উপর উপভোগ করুন বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রদত্ত দুই শতাংশ রেমিটেন্স। সেন্ডওয়েভ সম্পর্কে: নর্থ আমেরিকা এবং ইউরোপের দেশগুলো থেকে দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার দেশগুলোতে টাকা পাঠানোর সহজ ও নির্ভরযোগ্য একটি মাধ্যম সেন্ডওয়েভ অ্যাপ। এই মানি ট্রান্সফার অ্যাপটি ২০১৪ যাত্রা শুরু করে। বিনামূল্যে টাকা পাঠানোর সুবিধা ও নিরাপদ মাধ্যম হওয়ায় অল্প সময়েই এই অ্যাপটি প্রবাসীদের মাঝে বেশ সাড়া ফেলেছ। বর্তমানে চার লাখের বেশি গ্রাহক সেন্ডওয়েভের মাধ্যমে স্বদেশ ও স্বজনদের কাছে নিয়মিত অর্থ পাঠাচ্ছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ইতালি, স্পেন এবং আয়ারল্যান্ড থেকে এশিয়া ও আফ্রিকার দেশ, যেমন- বাংলাদেশ, শ্রীলংকা, কেনিয়া, উগান্ডা, তানজানিয়া, ঘানা, নাইজেরিয়া, স্যানেগাল, লাইবেরিয়া, ক্যামেরুন ও আইভরিকোস্টে টাকা পাঠানোর সেবা দিচ্ছে সেন্ডওয়েভ। গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে সেন্ডওয়েভ অ্যাপস ডাউনলোড করে খুব সহজ কয়েকটি ধাপ পেরিয়ে একজন গ্রাহক নিরাপদ ও দ্রুততম সময়ে মানি ট্রান্সফারের এই সেবাটি ব্যবহার করতে পারেন। অ্যাপের নিরাপত্তা নিশ্চিতে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডের ১২৮-বিট ইনক্রিপশন সিকিউরিটি ব্যবহার করা হয়। পাশাপাশি গ্রাহকের সেবায় সপ্তাহে ৭ দিনই ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু থাকে। বাংলাদেশে বিকাশের মাধ্যমে সেন্ডওয়েভ অ্যাপ টাকা লেনদেনের সেবাটি দিয়ে থাকে। টাকা পাঠানোর সময় বাংলদেশ ব্যাংক কর্তৃক দুই শতাংশ রেমিট্যান্স যোগ করে দেওয়া হয়।  সেন্ডওয়েভ এর সঙ্গে যেভাবে যোগাযোগ করতে পারেন, যুক্তরাষ্ট্র দপ্তরের ঠিকানা- 100 Hano St, Suite #9, Boston, MA 02134 USA যুক্তরাজ্য দপ্তরের ঠিকানা- 11 Hanover Road, London, England, NW10 3DJ বেলজিয়াম দপ্তরের ঠিকানা- Place Marcel Broodthaers 8, 1060 Saint-Gilles (Brussels), Belgium, EU সেন্ডওয়েভ ডাউনলোড লিংক- অ্যাপ স্টোর- https://apps.apple.com/us/app/wave-send-money-to-africa/id846717081 প্লে স্টোর- https://play.google.com/store/apps/details?id=com.mychime.waveremit.app গ্রাহক সেবা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে যোগাযোগ - help@sendwave.com aide@sendwave.com compliance@sendwave.com অথবা, +1 888 966 8603 (US/CA) +44 113 320 7935 (UK) +39 02 3057 8468 (Italy) +353 1800 949 226 (Ireland) +34 900 998 284 (Spain) +33 5 19 74 15 37 (France)  এলএবাংলাইটাইমস/ওএম