আমেরিকা

আসছে গোল্ডেন স্টেট স্টিমুলাস টু, পেতে পারেন ১ হাজার ডলার পর্যন্ত

রাজ্য বাসিন্দাদেরকে দ্বিতীয় রাউন্ডে টাকা দিচ্ছে যা দ্যা গোল্ডেন স্টেইট স্টিমুলাস টু বা জিএসএস টু নামে পরিচিত। ৫০০ বা ১ হাজার ডলারের এই পেমেন্টটি মেইল দিয়ে বা ডাইরেক্ট ডিপোজিটের মাধ্যমে বছরে শেষ হওয়ার আগেই মানুষের কাছে পৌঁছে যাবে। যে সকল বাসিন্দারা তাদের ২০২০ সালের ট্যাক্স রিটার্ন জমা দিয়েছে তাঁরা অতিশীঘ্র তাদের ব্যাংক একাউন্টে টাকা জমা হতে দেখবেন। সান্তা মারিয়ার ইমানুয়েল ট্যাক্স ও বুককিপিং-এর কর্মচারী হোসে রামিরেজ বলেন, ‘ইতোমধ্যে অনেকেই নিজেদের ব্যাংক একাউন্টে টাকা জমা হতে দেখেছেন। যদি আপনি টাকা না পেয়ে থাকেন, তাহলে অতিদ্রুত পাবেন।‘ রামিরেজ জানিয়েছেন, প্রথম পেমেন্টের মতো যাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার নেই কিন্তু ইন্ডিভিজুয়াল ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার বা আইটিএন আছে তারাও টাকা পাবে। একটি পার্থক্য হলো যে বর্তমানে মোট আয় ৩০ হাজার ডলার থেকে বৃদ্ধি পেয়ে ৭০ হাজার ডলারে দাঁড়িয়েছে, যার ফলে অনেক ক্যালিফোর্নিয়ান এই সুবিধাটি উপভোগ করতে পারবে। পাশাপাশি, যারা এই বছরের শুরুতে প্রথম গোল্ডেন স্টেইট পেমেন্ট পেয়েছেন, তাঁরা পরবর্তীতে আরো অর্থ পেতে পারেন।  ক্যালিফোর্নিয়া ফ্র্যাঞ্চাইজি ট্যাক্স বোর্ডের ওয়েবসাইটে নিন্মোক্ত শর্তগুলো দেওয়া হয়েছে- যাদের কাছে এসএসএন আছে- ১) জিএসএস ১ এর জন্য যোগ্যতা অর্জন করেছে এবং কমপক্ষে একজন নির্ভরশীলের জন্য ক্রেডিট দাবি করেছে: $500 ২) জিএসএস ১ এর জন্য যোগ্যতা অর্জন করেনি এবং কোন নির্ভরশীলের জন্য ক্রেডিট দাবি করেনি: $600 ৩) জিএসএস ১ এর জন্য যোগ্যতা অর্জন করেনি এবং কমপক্ষে একজন নির্ভরশীলের জন্য ক্রেডিট দাবি করেছে: $1,100 ৪) জিএসএস ১ এর জন্য যোগ্য এবং কোন নির্ভরশীলের জন্য ক্রেডিট দাবি করেনি: $0 বিবাহিত (আলাদাভাবে ট্যাক্স দিচ্ছেন) ১) জিএসএস ১ এর জন্য যোগ্যতা অর্জন করেছে এবং কমপক্ষে একজন নির্ভরশীলের জন্য ক্রেডিট দাবি করেছে: $২৫০ ২) জিএসএস ১ এর জন্য যোগ্যতা অর্জন করেনি এবং কোন নির্ভরশীলের জন্য ক্রেডিট দাবি করেনি: $300 ৩) জিএসএস ১ এর জন্য যোগ্যতা অর্জন করেনি এবং কমপক্ষে একজন নির্ভরশীলের জন্য ক্রেডিট দাবি করেছে: $550 ৪) জিএসএস ১ এর জন্য যোগ্য এবং কোন নির্ভরশীলের জন্য ক্রেডিট দাবি করেনি: $0 যাদের কাছে আইটিআইএন আছে ১) জিএসএস ১ এর জন্য যোগ্যতা অর্জন করেনি এবং একজন নির্ভরশীলের জন্য ক্রেডিট দাবি করেছে। ২) জিএসএস ১ এর জন্য যোগ্যতা অর্জন করেছে এবং কমপক্ষে একজন নির্ভরশীলের জন্য ক্রেডিট দাবি করেছে ৫০০ ডলার। যদি আপনি আপনার ২০২০ সালের ট্যাক্স রিটার্ন জমা না দিয়ে থাকেন, তাহলেও আপনি অর্থ পেতে পারেন। ১৫ই অক্টোবরের পূর্বে ট্যাক্স রিটার্ন জমা দিলেই আপনি অর্থের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন। একটি জিনিস খেয়াল রাখতে হবে যে যদি আপনি যোগ্য হওয়া সত্ত্বেও প্রথম রাউন্ডের পেমেন্ট নেননি, তাহলে আপনি এইবার কোন অর্থ পাবেন না। . যাদের ডাইরেক্ট ডিপোজিট নেই, তাদের মেইলবক্সে ২-৩ সপ্তাহ পরে পেমেন্ট এসে হাজির হবে। এলএবাংলাটাইমস/এমডব্লিউ