আমেরিকা

হ্যারিকেন আইডার বন্যায় নিখোঁজ বৃদ্ধের দেহ মিললো কুমিরের পেটে

লুইজিয়ানায় আটক হয়েছে ১২ ফুট লম্বা এবং ৫০৪ পাউণ্ডের এক বিশালাকার কুমির। দৈত্যাকার এই কুমিরের পাকস্থলীতে পাওয়া গেছে এক বৃদ্ধ লোকের দেহাবশেষ। ধারণা করা হচ্ছে, হারিকেন আইডার ফলে সৃষ্ট বন্যায় কুমিরটি বৃদ্ধ লোকটিকে আক্রমণ করে হত্যা করে। এর পরে লাশটি গিলে ফেলেছে আপাদমস্তক। লুইজিয়ানা পুলিশ ফেসবুক বিবৃতিতে জানায়, সেন্ট তম্মনি প্যারিশ শেরিফ অফিসের স্পেশাল অপারেশনস ডিভিশন এই কুমিরটি আটক করতে সক্ষম হয়। বিবৃতিতে জানানো হয়, 'একটি ফাঁদের মাধ্যমে এই কুমিরটিকে আটক করা হয়েছে এবং এটিকে পরীক্ষা করতে নিরাপদ স্থানে নেওয়া হয়। পরে তল্লাশী করে এর পাকস্থলীতে একটি মানুষের দেহাবশেষ পাওয়া যায়'। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই কুমিরের পাকস্থলীতে লুইজিয়ানার বাসিন্দা টিমোথি স্যাটারলির (৭১) দেহাবশেষ। হারিকেন আইডা যেদিন লুইজিয়ানায় আঁছড়ে পরে, সেদিন টিমোথির কুমিরের হামলায় একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এই ঘটনার পর টিমোথি পানিতেই আটকে পরে। তার স্ত্রী মেডিক্যাল সাপ্লাই আনতে সরে যাওয়ার পর এসে আর টিমোথির দেহ খুঁজে পায়নি। শেরিফ র‍্যান্ডি স্মিথ এক বিবৃতিতে বলেন, 'এটি একটি ভয়ানক ঘটনা এবং তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইলো। আমি জানি আজকে উদ্ধার হওয়াতে সে পরিবারের মাঝে ফিরে আসবে না, তবে পরিবারটি একটি শান্তি খুঁজে পাবে'।

বিবৃতিতে জানানো হয়, এই ঘটনাটি নিয়ে তদন্ত এখনো চলছে এবং সেন্ট তম্মনি প্যারিশ করোনারস অফিস দেহাবশেষ শনাক্ত করতে কাজ করবে। এলএবাংলাটাইমস/ওএম