আমেরিকা

সড়ক দুর্ঘটনায় কংগ্রেস সদস্য ও দুই সহকারীর মৃত্যু

ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কংগ্রেস সদস্য জ্যাকি ওয়ালোরস্কি এবং তাঁর কার্যালয়ের দুই কর্মকর্তার মৃত্যু হয়েছে। বুধবার (৩ আগস্ট) তাঁদের বহনকারী গাড়ির সঙ্গে অপর একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে তাঁরা নিহত হন। ৫৮ বছর বয়সী রিপাবলিকান সদস্য ওয়ালোরস্কি মার্কিন প্রতিনিধি পরিষদে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের সেকেন্ড কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট-এর প্রতিনিধিত্ব করতেন। এলখার্ট কাউন্টি শেরিফের কার্যালয় থেকে বলা হয়, কংগ্রেস সদস্য ওয়ালোরস্কি বুধবার বিকেলে তাঁর যোগাযোগ প্রধান এমা থমসন (২৮) এবং ডিস্ট্রিক্ট ডিরেক্টর জাচেরি পটসকে (২৭) সঙ্গে নিয়ে ইন্ডিয়ানা সড়কপথে ভ্রমণ করছিলেন। উত্তরাঞ্চলীয় শহর নাপ্পানির কাছে একটি প্রাইভেট কারের সঙ্গে তাঁদের গাড়িটির সংঘর্ষ হলে তিনজনই মারা যান। অপর গাড়ির চালকও ঘটনাস্থলে মারা যান। টুইটারে জ্যাকি ওয়ালোরস্কির কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘এলখার্ট কাউন্টি শেরিফের কার্যালয় থেকে জ্যাকির স্বামী ডিন সুয়িহার্টকে মাত্রই জানানো হয়েছে যে বিকেলে এক গাড়ি দুর্ঘটনায় জ্যাকি মারা গেছেন।’ ওয়ালোরস্কির মৃত্যুতে শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্য কংগ্রেস সদস্যরা। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে হোয়াইট হাউসে পতাকা অর্ধনমিত রাখা হবে। এলএবাংলাটাইমস/ওএম