বাংলাদেশ

জন্মদাতা পিতা যদি ধর্ষণ করে ! ছিঃ ……..

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দাবহ এলাকায়
নিজের পিতার দ্বারা ধর্ষণের শিকার হয়েছে অসহায় এককিশোর মেয়ে (১৩)। ওই ঘটনার পর নরপশু পিতা গৌরাঙ্গসরকার তার অপরাধ স্বীকার করলেও মঙ্গলবার দুপুরেপুলিশ তাকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতেপ্রেরন করে। গৌরাঙ্গ সরকার উপজেলার চান্দাবহএলাকার সুখলাল ওরফে নারায়ণের ছেলে ।জানা যায়, উপজেলার চান্দাবহ এলাকার গৌরাঙ্গসরকার গত ১-২ মাস আগে অষ্টম শ্রেনী পড়–য়া তারনিজের মেয়েকে কৌশলে ধর্ষণ করার অভিযোগ পাওয়াগেছে। পরে বিষয়টি কাউকে না জানাতে মেয়ে ভয়ভীতিদেখায়। সম্প্রতি মেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয়তার অন্তসত্তার বিষয়টি নিশ্চিত হন পশু পিতা গৌরাঙ্গ।পরে ওই হাসপাতালে চিকিৎসকের পরামর্শে ঔষধেরমাধ্যমে সেটি নষ্ট করা হয়। বিষয়টি জানার পরগৌরাঙ্গের স্ত্রী তার মেয়েকে নিয়ে বাবার বাড়িতেচলে গেছে। এ খবরটি ছড়িয়ে পড়লে এলাকাবাসীউত্তেজিত হয়ে গত সোমবার সকালে ওই পাষন্ড পিতাগৌরাঙ্গকে আটকে রাখে।ওই এলাকার মাতাব্বররা টাকা হাতিয়ে নিতে তাকেস্থানীয় আবুল কাশেমের বাড়িতে একটি ঘরে সারাদিনতালাবদ্ধ অবস্থায় আটক করে রাখা হয়। খবর পেয়েকালিয়াকৈর থানার এসআই শফিউল আলম ওইদিন রাত সাড়ে৮টার দিকে ধর্ষনের ঘটনায় ওই পাষন্ড পিতাকে আটককরে। পরে মঙ্গলবার দুপুরে পুলিশ ৫৪ ধারায় মামলাদিয়ে গৌরাঙ্গকে গাজীপুর কোর্ট হাজতে পাঠিয়েছে বলেজানা গেছে।পাষবিক নির্যাতনে কথা স্বীকার করে পাষন্ড পিতাগৌরাঙ্গ সরকার বলেন, এ ঘটনার পর তার স্ত্রী ও মেয়েশ্বশুড় বাড়িতে গেছে।এব্যাপারে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই)শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।নিজ বাবার লালসার শিকারে ৩ মাসেরঅন্তঃসত্বা কিশোরী মেয়ে!!