বাংলাদেশ

করোনায় আক্রান্ত প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এ বি এম আব্দুল্লাহ


 
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ।

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

গণমাধ্যমকে বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন ।

মঙ্গলবার রাতে অধ্যাপক ডা. আব্দুল্লাহ বলেন, করোনা উপসর্গ দেখা দিয়েছিল। শরীর দুর্বল লাগছিল। টেস্ট করালে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছি। বাসায় থেকে ঝুঁকি না নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছি।  আইসোলেশনে থাকাই ভালো হবে। তবে আমার অবস্থা এখনও স্থিতিশীল আছে। কেবল একটু দুর্বল অনুভব করছি।

ডা. এবিএম আবদুল্লাহর মেয়ে ডা. সাদিয়া সাবাহ বলেন, ‘সর্দি-কাশির পাশাপাশি বাবার কিছুটা শারীরিক দূর্বলতাও রয়েছে । পুরোপুরি সুস্থতার জন্য পরিবারের পক্ষে দেশবাসীর দোয়া চাইছি।’