বাংলাদেশ

মোজো’র বিরুদ্ধে অপপ্রচারকারীদেরকে সতর্কবার্তা

আমরা মোজো ভোক্তাদের নিশ্চিত করতে চাই যে, ‘মোজো সাপোর্ট ফিলিস্তিন’ একটি মানবিক কার্যক্রম এবং এটি শুরুর পর থেকে এই  পর্যন্ত মূল্য বৃদ্ধি করা হয়নি। আপনারা এই ধরনের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না।
পাশাপাশি যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং ইচ্ছাকৃত মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন কনটেন্ট তৈরি করে শেয়ার করেছেন, তাদের বিরুদ্ধে মোজো কর্তৃপক্ষ সাইবার আইনে মামলা করেছে। মোজো আইনগতভাবে এসব অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। মোজোর ভোক্তাদের কাছে অনুরোধ, আপনারা অসাবধানতাবশত: এ ধরনের পোস্ট শেয়ার করে থাকলে পোস্টটি সরিয়ে ফেলার অনুরোধ করা হচ্ছে।
অন্যথায় অহেতুক বিড়ম্বনায় পড়তে পারেন। আপনারা সব সময় মোজোর সঙ্গে ছিলেন এবং মোজোকে সাপোর্ট করছেন, সবাইকে অনুরোধ করব এসব তথ্যে বিভ্রান্ত না হয়ে আপনারা সব সময় মোজো’র সঙ্গেই থাকুন এবং মোজোকে সাপোর্ট করুন। আপনাদের সহযোগিতায় মোজো আজকে ১৮ বছরের পথচলায় এ সাফল্য অর্জন করেছে। মোজো আপনাদের কাছে কৃতজ্ঞ।  এলএবাংলাটাইমস/আইটিএলএস