করোনা কর্ণার

এন্টিবডি ড্রাগ উৎপাদনের চুক্তি করলো যুক্তরাষ্ট্র

করোনাভাইরাসের চিকিৎসায় পরীক্ষামূলকভাবে ব্যবহার হওয়া এন্ডিবডি ড্রাগ তৈরির চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। ইলি লিলি এন্ড কোং এর সাথে ১ দশমিক ১৯ বিলিয়ন ডলারের বিনিময়ে এই ড্রাগ উৎপাদনের চুক্তি করেছে ওয়াশিংটন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইউএস ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড হিউম্যান সার্ভিসেস সূত্র জানায়, ১০ লাখ এন্টিবডি ড্রাগ তৈরির চুক্তি হয়েছে ইলি লিলি এন্ড কোং এর সাথে। এই ধরণের এন্টিবডি ড্রাগ থেরাপি ডোনাল্ড ট্রাম্পের করোনাভাইরাসের চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়েছিলো। প্রাথমিকভাবে ৩৭৫ মিলিয়ন ডলার অর্থ পরিশোধ করে ৩ লাখ এন্টিবডি ড্রাগ অর্ডার করেছে কর্তৃপক্ষ। আগামী দুই মাসের মধ্যে স্বাস্থ্য দপ্তরকে ওষুধগুলো হস্তান্তর করবে ওষুধ প্রস্তুতকারক কোম্পানি। বিশেষ প্রয়োজনে এবং জরুরি ক্ষেত্রে এসব এন্টিবডি ড্রাগ ব্যবহারের অনুমোদন দেওয়া হবে। পরবর্তীতে ৮১২ মিলিয়ন ডলারের বিনিময়ে ৬ লাখ ৫০ হাজার এন্টিবডি ড্রাগ উৎপাদনের চুক্তি করা হবে বলেও জানানো হয়। ইউএস ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড পাবলিক সার্ভিসেস সূত্র জানায়, প্রতিটি ডোজের মূল্য পড়বে ১২৫০ মার্কিন ডলার। তবে আমেরিকার নাগরিকেরা বিশেষ প্রয়োজনে এটি বিনামূল্যে পাবেন। এদিকে, করোনাভাইরাস বিষয়ে আগের অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন ট্রাম্প প্রশাসন। টিকা আবিষ্কার হতে এখনো আরো সময় লাগার কারণে করোনারভাইরাসের বিপক্ষে কার্যকরী চিকিৎসা পদ্ধতি আবিষ্কারে নজর দিচ্ছেন ট্রাম্প প্রশাসন। জরুরি প্রয়োজনে করোনভাইরাসের থেরাপি হিসেবে এন্টিবডি ড্রাগ ব্যবহারের আবেদন জানিয়েছিলো ইলি লিলি এন্ড কোং। পরে ইউএস ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন প্রাথমিকভাবে এটির অনুমোদন দেওয়ায় বানিজ্যক উৎপাদনে গেছে প্রতিষ্ঠানটি। সাধারণত এই এন্টিবডি ড্রাগ মনোক্লোনাল এন্টিবডি তৈরি করে করোনাভাইরাসের বিপক্ষে সক্রিয় থাকে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনার থেরাপিতে এমন এন্টিবডি প্রয়োগ করা হয়েছিলো। এলএবাংলাটাইমস /ওএম