মার্কিন ফার্মাসিটিক্যাল কোম্পানি ফাইজার এবং বায়োএনটেকের প্রস্ততকৃত টিকা করোনা প্রতিরোধে ৯০ শতাংশ কার্যকরী বলে দাবি করেছে প্রতিষ্ঠান দুটি।
যুক্তরাষ্ট্রসহ মোট ৬টি দেশের প্রায় ৪৩ হাজার ৫০০ মানুষের ওপর নতুন তৈরি এই টিকা প্রয়োগ করা হয়। টিকা নেওয়ার পর কারো দেহেই বিরূপ কোনো প্রতিক্রিয়া দেখা দেয়নি।
ফাইজার ও বায়োএনটেক বলেছে, এটি বিজ্ঞান ও মানবতার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। চলতি মাসের শেষের দিকে এই টিকার জরুরি অনুমোদন পাওয়ার জন্য আবেদন করা হবে।
এদিকে টিকার কার্যকারীতা প্রকাশের পরই উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারে লিখেন, 'স্টক মার্কেট বাড়ছে। খুব শীঘ্রই টিকা আসছে। টিকার কার্যকারীতা ৯০ শতাংশ। এটি খুবই ভালো খবর'।
করোনার টিকার কার্যকারীতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেনও। তবে এখনো করোনাভাইরাস একটি বৈশ্বিক সমস্যা এবং আসন্ন সময়গুলোতে আরো ব্যাপক আকার ধারণ করবে জানিয়ে সতর্ক করে বলেন, আমি প্রতিষ্ঠান দুইটিকে তাদের আবিষ্কারের জন্য ধন্যবাদ জানাচ্ছি। তবে এখনই আশ্বস্ত হলে চলবে না। এখন ভ্যাকসিন নিলেও আগামী কয়েকমাস সতর্ক থাকতে হবে।
এলএবাংলাটাইমস /ওএম