যুক্তরাষ্ট্রজুড়ে করোনাভাইরাসের টিকা বিতরণের পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের ফল মেনে না নেওয়ায় প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেনকে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এখনো জো বাইডেন ক্ষমতা হস্তান্তরের কার্যক্রম শুরু করতে পারেননি।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ডোনাল্ড ট্রাম্প যদি নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানান, তবে দেশজুড়ে করোনার টিকা বিতরণ কর্মসূচির ব্যাঘাত ঘটবে। মডার্না ও ফাইজার কোম্পানির টিকা অভাবনীয় সাফল্য পাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের সৃষ্টি নির্বাচনী জটিলতাকে হতাশাজনক বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।
করোনাভাইরাসের টিকা বিতরণ কর্মসূচি দেশের ইতিহাসে সবচেয়ে জটিল টিকাদান কর্মসূচি হতে যাচ্ছে৷ কোটি কোটি মানুষকে টিকার আওতায় আনতে বেশ কয়েকটি সমস্যা রয়েছে। যুক্তরাষ্ট্রের অনেকেই করোনাভাইরাস বিষয়ে সচেতন নন, এমনকি মাস্ক ব্যবহারেও অনেকে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। ফলে তাদের মনোভাব পরিবর্তন করাই অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে৷ এছাড়াও আরেকটি সমস্যা হলো ভ্যাকসিনের কার্যকারীতা নিয়ে মানুষের মনে বিশ্বাসযোগ্যতা সৃষ্টি করা।
কিন্তু ডোনাল্ড ট্রাম্প নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করে রাখায় সবচেয়ে প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের বিষয়টি। পরবর্তী প্রেসিডেন্টকে টিকা বিতরণ কার্যক্রমে সহায়তা না করলে কোটি কোটি মানুষ করোনার টিকা নিয়ে জটিলতার মুখে পড়বে বলেন দাবি করেন রাজনীতি বিশেষজ্ঞরা৷
শুধুমাত্র টিকা বিতরণ ছাড়াও করোনা মোকবেলায় ট্রাম্পের বর্তমান পদক্ষেপও জো বাইডেনের প্রতি অসহযোগিতাপূর্ন বলে মন্তব্য করছেন তাঁর।
এলএবাংলাটাইমস /ওএম