করোনা কর্ণার

৯৫ শতাংশ কার্যকরী ফাইজারের টিকা!

যুক্তরাষ্ট্রের ওষুধ নির্মাতা কোম্পানি ফাইজার দাবি করেছে, তাদের টিকা করোনা প্রতিরোধে ৯৫ শতাংশ কার্যকরী। সবচেয়ে ঝুঁকিতে থাকা বয়োজ্যাষ্ঠ শ্রেণীর বাসিন্দাদের ক্ষেত্রে টিকাটি কার্যকরী ৯৪ শতাংশ। এছাড়া ফাইজারের টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি। ফাইজারের সাথে কাজ করছে জার্মানির ওষুধ নির্মাতা কোম্পানি বায়োএনটেক। খুব শীঘ্রই ইউএস ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশনের কাছে টিকাটি অনুমোদনের জন্য আবেদন করা হবে। আশা করা হচ্ছে, দ্রুত সময়েই টিকাটি অনুমোদন পাবে। এখন পর্যন্ত ফাইজার ও বায়োএনটেকের যৌথ উদ্যোগে তৈরি এই টিকাটিই করোনার বিরুদ্ধে সবচেয়ে বেশি কার্যকরী। যুক্তরাষ্ট্রের আরেকটি ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান এর আগে দাবি করেছে, তাদের তৈরি টিকা ৯৪ শতাংশ কার্যকরী। এদিকে, টিকার কার্যকারীতার খবর প্রকাশের পরেই উচ্ছ্বাস প্রকাশ করেছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। করোনা প্রতিরোধে এটি মাইলফলক বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। এলএবাংলাটাইমস /ওএম