করোনা কর্ণার

করোনায় প্রতি মিনিটে মারা যাচ্ছে একজন মার্কিনী

মহামারি করোনাভাইরাসে প্রায় প্রতি এক মিনিটেই যুক্তরাষ্ট্রে একজন বাসিন্দার মৃত্যু হচ্ছে। জন্স হপকিন্স ইউনিভার্সিটির সূত্র মতে, যুক্তরাষ্ট্রে মঙ্গলবার দেশজুড়ে ১ হাজার ৭০৭ জনের মৃত্যু হয়েছে। মে মাসের ১৪ তারিখের পর এটিই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা৷ স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই মহামারি করোনা আরো ব্যাপক আকার ধারণ করবে৷ জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির প্রফেসর ড. জনাথন রেইনার বলেন, এই মৃত্যুর সংখ্যা বাড়ার কারণে আশ্চর্য হওয়ার কিছু নেই। গত তিন থেকে চার সপ্তাহ আগে এরা আক্রান্ত হয়েছিলো। তাই সামনে আরো বিপর্যস্ত অবস্থা হতে পারে যুক্তরাষ্ট্রে। কয়েক সপ্তাহ পর প্রতিদিন মৃতের সংখ্যা ৩ হাজারে পৌঁছাতে পারে বলে জানান জনাথন রেইনার। তিনি বলেন, কিছুদিন আগেও আক্রান্তের সংখ্যা গড়ে ৭০ থেকে ৮০ হাজার ছিলো। তবে এখন প্রতিদিন গড়ে আক্রান্ত হচ্ছে ১ লাখ ৫৫ হাজার বাসিন্দা। ফলে মৃতের সংখ্যা ৩ হাজার হলেও অবাক হওয়ার থাকবে না। এছাড়া, মঙ্গলবার করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার রেকর্ডও হয়েছে। জন্স হপকিন্স ইউনিভার্সিটি সূত্র জানাচ্ছে, মঙ্গলবার প্রায় ৭৮ হাজার রোগী হাসপাতালে ভর্তি হয়েছে৷ ৪৭টি অঙ্গরাজ্যের সংক্রমণ আগের থেকে ১০ শতাংশ বেড়েছে। নর্থ ডাকোটা ও আইওয়াতে সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে৷ যুক্তরাষ্ট্রে গত সপ্তাহের থেকে ২৯ শতাংশ বেশি বাসিন্দা করোনায় আক্রান্ত হচ্ছে৷ এলএবাংলাটাইমস /ওএম