করোনা কর্ণার

এলার্জি থাকলেও নেওয়া যাবে টিকা: এফডিএ

ফাইজার ও বায়োএনটেকের তৈরি টিকা যাদের এলার্জি আছে তারাও নিতে পারবে বলে নিশ্চিত করেছে ইউএস ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন (এফডিএ)। এর আগে যুক্তরাজ্যে একই টিকা নেওয়ায় এলার্জির সমস্যাযুক্ত মানুষের শরীরে বিরূপ প্রতিক্রিয়া হওয়ার খবর জানা যায়। তবে এফডিএ রোববার জানায়, পূর্বে অন্য ভ্যাকসিন প্রয়োগের ফলে কারো মারাত্মক এলার্জি দেখা দিলে শুধু তাদের উচিত টিকা গ্রহণ থেকে বিরত থাকা। তবে স্বাভাবিক এলার্জি থাকলে তারা টিকাটি নিতে পারবে। এফডিএর ডিরেক্টর ড. পিটার মার্ক জানান, মারাত্মক এলার্জির সমস্যা মাত্র ১ দশমিক ৬ শতাংশ মানুষের হয়ে থাকে। এছাড়া যাদের আগে অন্য টিকা নিলে মাত্রাতিরিক্ত এলার্জির সমস্যা হয়েছে, শুধু তারা ব্যাতীত অন্য সবাই টিকা নিতে পারবে। তবে এক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ নেওয়া খুবই ভালো সিদ্ধান্ত হবে বলেন ড. পিটার মার্ক। এদিকে আগামী সোমবার সকাল থেকেই যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি। টিকা বিতরণের দায়িত্বে থাকা ইউএস জেনারেল রোববারের মধ্যে বিভিন্ন অঙ্গরাজ্যে টিকা পৌঁছে দিবে। যুক্তরাষ্ট্রের ১৪৫টি স্থানে জরুরি ভিত্তিতে টিকা পৌঁছে যাবে সোমবার। এরপরই শুরু হয়ে যাবে টিকাদান কার্যক্রম। এর আগে শুক্রবার ফাইজার ও বায়োএনটেকের তৈরি টিকার জরুরি অনুমোদন দেয় ইউএস ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন। টিকা বিতরণের দায়িত্বে থাকা আর্মি জেনারেল গুস্তাভে পেরনা এক সংবাদ সম্মেলনে জানান, মঙ্গলবার ও বুধবারের মধ্যে টিকাটি ৬৩৬টি নির্ধারিত স্থানে পৌঁছে যাবে। টিকাদান কর্মসূচির প্রথমধাপে ২ লাখ ৯০ হাজার মানুষকে টিকার আওতায় আনা হবে। প্রথমধাপে টিকা দেওয়া হবে করোনা মোকাবেলায় কর্মরত স্বাস্থ্য কর্মী ও বয়স্ক নাগরিকদের। আগামী কয়েক সপ্তাহের মধ্যে অপারেশন র‍্যাপ স্পিডের আওতায় সকল স্বাস্থ্যসেবা কেন্দ্রে ফাইজারের এই টিকাটি পাওয়া যাবে। এএলএবাংলাটাইমস/ওএম