করোনা কর্ণার

ক্যালিফোর্নিয়ায় আরো ২ জনের দেহে সনাক্ত করোনার নতুন স্ট্রেইন!

ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনোতে এবার একই পরিবারের দুই ব্যক্তির দেহে করোনার নতুন স্ট্রেইন B117 সনাক্ত হয়েছে। নতুন স্ট্রেইনে আক্রান্তরা সান বার্নার্ডিনোর বিগ বিয়ার এরিয়ার বাসিন্দা। সান বার্নার্ডিনো কাউন্টি ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ সূত্র জানায়, যুক্তরাজ্য থেকে আসা একজনের সংস্পর্শে আসার তিনদিন পর ওই বাসিন্দাদের দেহে উপসর্গ দেখা দিয়েছে৷ যুক্তরাজ্য থেকে ভ্রমণ করে ওই ব্যক্তি দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রে আসেন। তবে ভ্রমণকারী ব্যক্তি নিজেও করোনা পজেটিভ ছিলো কী না, সেটি জানা যায়নি। তবে কর্তৃপক্ষ বলছেন, যুক্তরাজ্য থেকে ভ্রমণ করে যুক্তরাষ্ট্রে আসতে করোনা নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হয়। ফলে ওই ব্যক্তি খুব সম্ভবত করোনায় আক্রান্ত ছিলেন না। কিন্তু নতুন স্ট্রেইনটি সুপ্ত অবস্থায় ছিলো। কাউন্টি হেলথ ডিরেক্টর ড. মিশেল সিকুইরা বলেন, নতুন স্ট্রেইন বিশিষ্ট ভাইরাসটি আগের থেকে আরো দ্রুত ছড়ায় বলে জানা গেছে। ফলে আমাদের আরো সতর্ক থাকতে হবে৷ এর আগে গভর্নর গেভিন নিউসাম জানান, সান দিয়েগোর ৩০ বছর বয়েসী একজনের দেহে নতুন স্ট্রেইন সনাক্ত হয়েছে৷ আক্রান্ত ব্যক্তির ভ্রমণ ইতিহাস নেই। এর পরদিন কর্তৃপক্ষ আরো তিনজনের দেহে নতুন স্ট্রেইন সনাক্তের খবর জানায়। আক্রান্তদের মধ্যে কেউ কারো সংস্পর্শে আসেনি। এর আগে যুক্তরাষ্ট্রে প্রথম করোনার স্ট্রেইন ধরা পড়ে কলোরাডোর এক বাসিন্দার দেহে৷ এদিকে, লস এঞ্জেলেস কাউন্টির হেলথ ডিরেক্টর ড. বারবারা ফেরের বলেন, 'লস এঞ্জেলেসে এখনো কারো দেহে করোনার নতুন স্ট্রেইন সনাক্তের কথা জানা যায়নি।ল্যাবে ২৬টি নমুনা নিয়ে গবেষণা শুরু করা হয়েছে৷ তবে নতুন এই স্ট্রেইনটি ইতোমধ্যে লস এঞ্জেলেসে ছড়িয়ে পড়তেও পারে'। যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. এন্থনি ফাউসি বলেন, যুক্তরাষ্ট্রে করোনার নতুন স্ট্রেইনের উপস্থিতি নিয়ে অবাক হওয়ার কিছু নেই। তবে এটি নিয়ে তেমন আতংকিত না হতে পরামর্শ দেন তিনি। তিনি বলেন, নতুন স্ট্রেইনে কেউ একবার আক্রান্ত হলেও শরীরে ইমিউনিটি গড়ে উঠার কারণে দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না। যুক্তরাজ্যে সর্বপ্রথম করোনার নতুন এই স্ট্রেইন সনাক্ত হয়েছে৷ ব্রিটিশ কর্তৃপক্ষ দাবি করছেন, করোনার এই নতুন স্ট্রেইনের কারণে লন্ডন ও সাউথেস্ট ইংল্যান্ডে আরো বেশি সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এর আগে দক্ষিণ আফ্রিকা, দুবাইসহ অন্যান্য আরো দেশে করোনার নতুন এই স্ট্রেইন সনাক্ত হয়েছে। লস এঞ্জেলেসের বিজ্ঞানীরাও নতুন স্ট্রেইন সনাক্তে কাজ করে যাচ্ছে। মূলত যে সব অঞ্চলে সংক্রমণের হার বেশি, সে সব অঞ্চলেই নতুন এই স্ট্রেইনটির সন্ধান পাওয়া যাচ্ছে বলে জানান স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এলএবাংলাটাইমস/ওএম