করোনা কর্ণার

যুক্তরাজ্যের স্ট্রেইন সাধারণ ভাইরাস থেকে ৭০ গুণ মরণঘাতী: গবেষণা

যুক্তরাজ্যের স্ট্রেইন বা কেন্ট স্ট্রেইন করোনার সাধারণ ভাইরাস থেকে আরো ৭০ গুণ বেশি মরণঘাতী, এমনটাই বলছেন যুক্তরাজ্যের গবেষকরা। যুক্তরাজ্যভিত্তিক গবেষণা গ্রুপ নিউ এন্ড ইমার্জিং রেসপিরেটোরি ভাইরাস থ্রেটস এডভাইজরি গ্রুপ (এনইআরভিটিএজি) শুক্রবার এক গবেষনাপত্রে এই তথ্য প্রকাশ করেছে৷ গবেষণাপত্রে কীভাবে সার্স-কোভটু এর বৈশিষ্ট্য পরিবর্তন করে ও মিউটিশন পরিবর্তন করে, সেটি দেখানো হয়েছে। এনইআরভিটিএজি জানায়, গবেষণায় দেখা গেছে যেখান থেকে কেন্ট স্ট্রেইনের উৎপত্তি হয়েছে, সেই স্থানে সাধারণ ভাইরাসের থেকে মৃতের হার ৩০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত বেশি ছিলো। কেন্ট স্ট্রেইন বা B.1.1.7 স্ট্রেইনে আক্রান্ত রোগীর মৃতের সংখ্যা এবং হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা পর্যালোচনা করে এই গবেষণাগুলো চালানো হয়। তবে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. এন্থনী ফাউসি জানান, ব্রিটেনের এই নতুন স্ট্রেইন এর বিরুদ্ধে মডার্না ও ফাইজারের টিকা সমানভাবে কার্যকরী। তবে ব্রিটেনের এই স্ট্রেইনে আক্রান্ত রোগী যুক্তরাষ্ট্রে অহরহ বাড়ছে বলে জানান ইউএস সেন্টারস ফর ডিজিজ এন্ড প্রিভেনশনের (সিডিসি) ডিরেক্টর ড. রোচেলে ওয়ালেনস্কি। তিনি বলেন, সাম্প্রতিক মোট সংক্রমণের জন্য নতুন স্ট্রেইন ১ থেকে ৪ শতাংশ পর্যন্ত দায়ী। ইতোমধ্যে B.1.1.7 স্ট্রেইনে ৩৪টি রাজ্যের প্রায় ৯৩২ জন বাসিন্দা আক্রান্ত হয়েছেন। ক্যালিফোর্নিয়াতে আক্রান্ত হয়েছে অন্তত ১৫৯ জন। লস এঞ্জেলেস, রিভারসাইড, সান বার্নার্ডিনো, সান মাতেও, ইয়লো কাউন্টি ও আলমেডা কাউন্টিতে এই রোগীরা শনাক্ত হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম