করোনা কর্ণার

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে জে এন্ড জে'র টিকা প্রয়োগ

আগামী মঙ্গলবার (২ মার্চ) থেকে যুক্তরাষ্ট্রের তৈরি জনসন এন্ড জনজনের টিকা প্রয়োগ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে৷ রবিবারের মধ্যে ৪০ লাখ ডোজ টিকা সারাদেশের টিকাদান কেন্দ্রগুলোতে বিতরণ করা হচ্ছে। মার্চ মাসে জনসন এন্ড জনসনের ১৬ মিলিয়ন ডোজ টিকা প্রয়োগ নিশ্চিত করা হবে। এরপর জুনের মধ্যে ১০০ মিলিয়ন ডোজ টিকা প্রয়োগের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। জনসন এন্ড জনসনের টিকাদান কার্যক্রম কিছুটা সহজ হবে। কারণ এটি শুধুমাত্র এক ডোজ দেওয়া হবে। আমেরিকা, সাউথ আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার ৪৪ হাজার বাসিন্দার উপর এই টিকার কার্যকারীতা পরীক্ষা করে দেখা হয়েছে। কার্যকারীতা পরীক্ষায় দেখা গেছে, গ্লোবালি জনসন এন্ড জনসন এর টিকা মাঝারি থেকে মারাত্মক রোগ প্রতিরোধে ৬৬ শতাংশ কার্যকর। যুক্তরাষ্ট্রে কার্যকরী ৭২ শতাংশ ও মারাত্মক রোগ প্রতিরোধে ৮৫ শতাংশ পর্যন্ত কার্যকর। জনসন এন্ড জনসন কর্তৃপক্ষ জানায়, ইতোমধ্যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ও ইউরোপের দেশে অনুমোদন পাওয়ার আবেদন করা হচ্ছে। এদিকে, ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম জানায়, আগামী সপ্তাহের মধ্যেই জনসন এন্ড জনসন এর টিকা বাসিন্দাদের উপর প্রয়োগ করা হতে পারে। ফ্রেন্সো সংবাদ সম্মেলনে নিউসাম জানান, বাইডেন প্রশাসন আগামী সপ্তাহে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ৩ লাখ ৮০ হাজার ডোজ টিকা পাঠানোর পরিকল্পনা করছে। এর পরের তিন সপ্তাহে আরো ১০ লাখ ১০ হাজার ডোজ টিকা ক্যালিফোর্নিয়া পেতে পারে। এলএবাংলাটাইমস/ওএম