করোনা কর্ণার

আবারো নাজুক হতে পারে দেশের করোনা পরিস্থিতি: সিডিসি

নতুন স্ট্রেইনগুলোর কারণে যুক্তরাষ্ট্রে করোনার বিরুদ্ধে সাম্প্রতিক অগ্রগতি সহসাই মুছে যেতে পারে ও পরিস্থিতি আবারো নাজুক হতে পারে বলে সতর্ক করেছেন ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের (সিডিসি) ডিরেক্টর ড. রোচেলে ওয়ালেনেস্কি। এই জন্য বাসিন্দাদের করোনার স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি। ড. রোচেলে ওয়ালেনেস্কি বলেন,সাম্প্রতিক সপ্তাহে করোনার সংক্রমণ আবারো বেড়েছে। এভাবে চলতে থাকলে পরিস্থিতি নাজুক হতে দেরি হবে না’। গত কয়েক সপ্তাহে করোনার সংক্রমণ একাধারে কমে আসছিলো। তবে সাম্প্রতিক সপ্তাহে সংক্রমণ আগের সপ্তাহগুলো থেকে দুই শতাংশ বেড়ে গেছে। একই সাথে গত সাতদিনের গড় মৃতের হারও বেড়েছে দুই শতাংশ। প্রতিদিন দেশে প্রায় দুই হাজার বাসিন্দা মারা গেছে করোনার সংক্রমণের কারণে। সিডিসির ডিরেক্টর বিভিন্ন রাজ্যে করোনার স্বাস্থ্যবিধি শিথিল করার পরিকল্পনা নিয়েও হতাশা ব্যক্ত করেন। তিনি বলেন, ‘এটা চিন্তার বিষয়ে যে বিভিন্ন রাজ্য আমাদের নির্দেশিত করোনার স্বাস্থ্যবিধি শিথিল করার পরিকল্পনা করছেন তারা’। বাসিন্দাদের মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব মেনে চলা ও নিয়মিত হাত ধোয়ার ব্যাপারে জোর দিতে আহবান জানিছেন তিনি। একই সাথে বাসিন্দাদের টিকা নিতে পরামর্শ দয়ে বলেন, ‘টিকা গ্রহণ করুন, এটিই আমাদের করোনা থেকে সুরক্ষিত রাখতে পারবে। এদিকে টিকা নেওয়ার ব্যাপারে কোনো বাছ-বিচার বা চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. এন্থনি ফাউসি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের তৈরি ফাইজার ও বায়োএনটেক, মডার্না ও জে এন্ড জে’র টিকাগুলো সমানভাবে করোনার বিরুদ্ধে কার্যকরি ও সুরক্ষিত রাখবে বলে জানান ফাউসি। চলতি মাসে করোনার নতুন কেইন্ট স্ট্রেইনের সংক্রমণ ভয়াবহভাবে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সিডিসি জানিয়েছে, মার্চ মাসে যুক্তরাজ্যের কেইন্ট স্ট্রেইন অর্থাৎ B.1.1.7 ভ্যারিয়েন্ট যুক্তরাষ্ট্রে ছড়ি ঘোরাতে পারে। তবে করোনার চলমান টিকাগুলো নতুন এই স্ট্রেইনের বিরুদ্ধে কার্যকরি হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।   এলএবাংলাটাইমস/ওএম