করোনা কর্ণার

মাস্ক ব্যবহারে কমে সংক্রমণ, আউটডোর ডাইনিং এ বাড়ে: সিডিসি

মাস্ক ব্যবহারের আদেশপত্র জারি থাকলে করোনার সংক্রমণ নিয়ন্ত্রনে থাকে ও সংক্রমণের গতি ধীর থাকে। অপরদিকে, আউটডোর ডাইনিং এর কারনে সংক্রমণ ও মৃত্যু- দুইটিই বাড়ে। সম্প্রতি ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের (সিডিসি) গবেষণায় এই তথ্য উঠে এসেছে। সিডিসির প্রধান ড. রোচেলে ওয়ালেন্সকি শুক্রবার (৫ মার্চ) হোয়াইট হাউজকে দেওয়া এক ব্রিফিং এ বলেন, ‘বিষয়গুলো একটির সাথে আরেকটি সম্পর্কিত। দেখা গেছে, মাস্ক ব্যবহারে সংক্রমণ ও মৃতের সংখ্যা কমে। অপরপক্ষে ইন-পার্সন রেস্টুরেন্ট ডাইনিং এর কারণে মৃত্যু ও সংক্রমণ বেড়ে যায়’। সাম্প্রতিক সময়ে দেশটির বেশকিছু রাজ্য থেকে মাস্ক ব্যবহারের আদেশপত্র তুলে নেওয়া হয়েছে। গত সপ্তাহে স্বাস্থ্য কর্মকর্তাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও মাস্ক ব্যবহারের আদেশপত্র তুলে দিয়েছে টেক্সাস। সিডিসির এই গবেষণার পক্ষে সম্মতি দিয়েছেন অন্যান্য স্বাস্থ্য বিশেষজ্ঞরাও। হার্ভার্ড ইউনিভার্সিটির ডিজিজ ডায়ানামিক বিশেষজ্ঞ উইলিয়াম হেঞ্জ বলেন, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ করতে হলে ইন-পারসন ডাইনিং অবশ্যই সীমিত করতে হবে। এই বিষয়ে কোনো দ্বিমতের সুযোগ নেই’। সিডিসির গবেষণায় দেখা গেছে, দশটি রাজ্যের বাসিন্দা যারা জুলাই এর আগে ইন-পারসন ডাইনিং এ যোগ দিয়েছিলো, তাদের মধ্যে সংক্রমণ বেশি ছড়িয়েছে। অপরপক্ষে যেসব রাজ্যে মাস্ক ব্যবহারের আদেশপত্র জারি ছিলো, সেসব রাজ্যে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা কম হয়েছে। একই সাথে বিজ্ঞানীরা আরো দেখেন যে, মাস্ক ব্যবহারের আদেশপত্রের সাথে সংক্রমণের সম্পর্ক রয়েছে। মাস্ক ব্যবহারের আদেশপত্র বহাল থাকার সময় সংক্রমণ কম হয়েছে। আদেশপত্র উঠিয়ে নেওয়ার পর সংক্রমণ ও মৃত্যু দুইটিই বেড়েছে। প্রায় দুই শতাংশ পর্যন্ত এই তারতম্য পরিলক্ষিত হয়েছে।   এলএবাংলাটাইমস/ওএম