করোনা কর্ণার

টিকা গ্রহণে সবেতন ছুটি পাবেন কর্মজীবী বাসিন্দারা

কর্মজীবী বাসিন্দাদের করোনার টিকা গ্রহণের জন্য সবেতন ছুটি দিতে কর্মদাতা প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এই ধরনের ছুটি দেওয়ার বিনিময়ে প্রতিষ্ঠানগুলোর জন্য ট্যাক্স ক্রেডিট প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) এক ঘোষণায় প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের বহু প্রাপ্তবয়স্ক লোক টিকা গ্রহণের জন্য ছুটি নিতে পারছেন না। এছাড়া টিকা গ্রহণের পর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হলে কর্মজীবীদের আয়ের ওপর চাপ পড়বে বলে শঙ্কা কাজ করছে। এই অবস্থায় প্রেসিডেন্ট বাইডেন ছোট-বড় প্রতিষ্ঠানগুলোকে তাদের কর্মচারীদের টিকা গ্রহণের সুবিধা দিতে সবেতন ছুটি দেওয়ার আহ্বান জানান। টিকা গ্রহণের পর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে কর্মজীবী বাসিন্দারা প্রয়োজনীয় সময়ের জন্য সবেতন ছুটি ভোগ করতে পারবেন। এই উদ্দেশ্যে প্রত্যেক কর্মজীবীকে সবেতন ছুটি প্রদানের জন্য প্রতিষ্ঠানগুলোকে প্রতিদিন সর্বোচ্চ ৫০০ ডলার পর্যন্ত ট্যাক্স ক্রেডিট সুবিধা দেওয়া হবে জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। টিকার উদ্দেশ্যে সবেতন ছুটি প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো প্রত্যেক কর্মীর জন্য সর্বোচ্চ ১৪ সপ্তাহে ১৭ হাজার ১১০ ডলার পর্যন্ত ট্যাক্স ক্রেডিট গ্রহণ করতে পারবে। গত মার্চ মাসে পাস হওয়া ফেডারেল প্রণোদনা আইনের বরাদ্দ থেকে প্রতিষ্ঠানগুলোকে এই খাতে অর্থ প্রণোদনা দেওয়া হবে বলে জানানো হয়েছে। জো বাইডেন বলেছেন, টিকা গ্রহণে উৎসাহ দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠান ও কর্মজীবী উভয়েই লাভবান হবে।প্রতিষ্ঠানগুলো ট্যাক্সসুবিধা পাবে। কর্মজীবীরা শুধু নিজেদের স্বাস্থ্য সুরক্ষাই নয়, একটি স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশও নিশ্চিত করতে পারবেন। এই পদক্ষেপের ফলে কর্মজীবীরা আরও উৎপাদনশীল ভূমিকা রাখতে পারবেন বলে বাইডেন উল্লেখ করেন।
এলএবাংলাটাইমস/ওএম