করোনা কর্ণার

মিউ ভ্যারিয়েন্ট বিষয়ে কী বলছেন বিশেষজ্ঞরা? জানুন!

চলতি বছরের জানুয়ারিতে প্রথম কলোম্বিয়াতে শনাক্ত হয় মিউ ভ্যারিয়েন্ট। এরপর থেকে সাউথ আমেরিকা, ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে ছড়িয়ে যায় এই ভ্যারিয়েন্ট। গত মাসে দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মিউকে 'ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট' হিসেবে আখ্যা দেয়। এর কারণ এই ভ্যারিয়েন্ট টিকা ও চিকিৎসার কার্যকারিতা কমিয়ে দেয়। তবে এখন পর্যন্ত এই বিষয়ে আরো তথ্য জানা বাকি রয়েছে। মূলত সন্দেহজনক জেনেটিক পরিবর্তনের উপর লক্ষ্য করেই নতুন ভ্যারিয়েন্টগুলো মনিটর করেন বিজ্ঞানীরা। পরে বিজ্ঞানীরা পরীক্ষা করেন যে নতুন এই ভার্সনটি আরো বেশি সংক্রামক কী না অথবা আরো প্রাণঘাতি কী না। ভাইরাস দ্রুত পরিবর্তন হয় এবং অনেক নতুন ভ্যারিয়েন্ট মুহুর্তেই বিলীন হয়ে যায়। তবে এখন পর্যন্ত মিউ ভ্যারিয়েন্ট দ্রুত ছড়ায় এমন প্রমাণ পাওয়া যায়নি৷ বিশ্বের মোট সংক্রমণের মাত্র ১ শতাংশ এই ভ্যারিয়েন্টের কারণে হয়ে থাকে। কলম্বিয়া এই ভ্যারিয়েন্টের সবচেয়ে বড় ভুক্তভোগী এবং সেখানে ৩৯ শতাংশ সংক্রমণ এটির কারণে হচ্ছে। মূলত সব দেশেই এখন ডেল্টা ভ্যারিয়েন্টের দিকে কড়া নজর রাখছে। ডেল্টা ভ্যারিয়েন্ট বর্তমানে বিশ্বের মধ্যে ছড়ি ঘোড়াচ্ছে। ১৭৪টি দেশে এটি শনাক্ত হয়েছে এবং এটি বর্তমানে প্রধান সংক্রামক। স্বাস্থ্য কর্মকর্তারা ইউরোপজুড়ে মিউ ভ্যারিয়েন্টের গতিবিধি নজর রাখছেন। ইউরোপের অন্তত ১২টি দেশে এটি শনাক্ত হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী জানান, 'সম্প্রতি ইউরোপজুড়ে মিউ ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়ছে এমন কোনো লক্ষণ দেখা যায়নি'। ইংল্যান্ডের পাবলিক হেলথ এজেন্সি গত মাসে জানায়, মিউ ভ্যারিয়েন্ট চলমান করোনার টিকার বিরুদ্ধে খুব একটা কার্যকর হতে নাও পারে, সাউথ আফ্রিকার ভ্যারিয়েন্টের বিরুদ্ধে যতোটা কার্যকর এটি। তবে এখনো আরো উপযুক্ত প্রমাণ প্রয়োজন বলেও জানান বিজ্ঞানীরা। ডব্লিউএইচও কর্মকর্তারা জানান, সাউথ আমেরিকার কিছু দেশে মিউ ভ্যারিয়েন্ট বাড়তে শুরু করেছে কিন্তু ডেল্টা ভ্যারিয়েন্ট আরো সহজেই ছড়িয়ে যেতে পারে। ডব্লিউএইচও'র মারিয়া ভ্যাব কেরখোভ বলেন, মিউ ভ্যারিয়েন্ট 'ভ্যারিয়েন্ট অব কনসার্ন' এর কারণ এর মিউটেশন কম্বিনেশন। তবে এটি খুব বেশি ছড়াচ্ছে না। যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি বলেন, 'যুক্তরাষ্ট্র এই ভ্যারিয়েন্টের দিকে কড়া নজর রাখছে। তবে এটিকে এখনই খুব ঝুঁকিপূর্ণ বলে মনে করা হচ্ছে না'। এলএবাংলাটাইমস/ওএম