করোনা কর্ণার

টিকা গ্রহণ না করলে করোনায় মৃত্যুর সম্ভাবনা ১১ গুণ বেশি

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার শঙ্কা ও মৃত্যুর আশঙ্কা অনেকাংশে কমিয়ে দেয় টিকা। ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও এটি কার্যকরি। এপ্রিল থেকে মধ্য-জুলাই পর্যন্ত ১৩টি অঙ্গরাজ্যের ছয় লাখ মার্কিনীর উপর চালানো গবেষণায় এই তথ্য পাওয়া গেছে। ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের সূত্র মতে (সিডিসি), যারা টিকা নেয়নি তাদের করোনায় সংক্রমিত হওয়ার হার টিকার পূর্ণ ডোজ গ্রহণকারীদের থেকে ৪ দশমিক ৫ গুণ বেশি। হাসপাতালে ভর্তির সম্ভাবনা ১০ গুণ বেশি আর মৃত্যুর সম্ভাবনা ১১ গুণ বেশি। হোয়াইট হাউজের বিবৃতিতে শুক্রবার (১০ সেপ্টেম্বর) সিডিসি প্রধান ড. রোচেল ওয়ালেনস্কি বলেন, 'টিকা কার্যকরী। মূল কথা হলো করোনা নিয়ন্ত্রণে আমাদের বৈজ্ঞানিক ভিত্তি ব্যবহার করতে হবে'। তবে গবেষণায় দেখা গেছে, ধীরে ধীরে করোনা টিকার কার্যকারিতা কমছে। গত বসন্ত মৌসুমে কার্যকারিতার হার ছিল ৯১ শতাংশ। তবে জুন এবং জুলাই মাসে এর কার্যকারিতা কমে হয়েছে ৭৮ শতাংশ। জুন এবং জুলাই মাসে টিকার পূর্ণ ডোজ গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির হার ছিল ১৪ শতাংশ আর মৃত্যুর হার ছিল ১৬ শতাংশ। এলএবাংলাটাইমস/ওএম