করোনা কর্ণার

৫ থেকে ১১ বছরের শিশুদের মাঝে করোনা সংক্রমণ ঠেকাতে কার্যকর ফাইজারের টিকা

ফাইজার ও বায়োএনটেক সোমবার (২০ সেপ্টেম্বর) জানিয়েছে, ৫ থেকে ১১ বছর বয়েসী শিশুদের জন্য প্রস্তুতকৃত টিকা করোনার বিরুদ্ধে অত্যন্ত শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম। প্রতিষ্ঠানটি জানায়, যুক্তরাষ্ট্র, ইউরোপসহ অন্যান্য দেশে এই বয়েসী শিশুদের জন্য টিকার প্রয়োগের অনুমোদন প্রাপ্তির জন্য আবেদনের পরিকল্পনা করা হচ্ছে। প্রতিষ্ঠানটি আরো জানায়, ৫ থেকে ১১ বছর বয়েসী শিশুদের উপর চালানো ক্লিনিক্যাল পরীক্ষার দ্বিতীয় ও তৃতীয় ধাপে দেখা গেছে টিকাটি করোনার বিরুদ্ধে বেশ শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করে। ১৬ থেকে ২৫ বছর বয়েসীদের ক্ষেত্রেও অনুরূপ ফলাফল পাওয়া যায় এর আগে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফাইজারের চিফ এক্সিকিউটিভ আলবার্ট বৌরলা বলেন, 'জুলাই মাস থেকে যুক্তরাষ্ট্রে শিশুদের করোনা আক্রান্তের হার বেড়েছে অন্তত ২৪০ শতাংশ। এর ফলে শিশুদের জন্য টিকা আবশ্যক হয়ে উঠেছে'। তিনি বলেন, ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল অনুসারে ৫ থেকে ১১ বছর বয়েসীদের জন্য টিকা অনুমোদনের শক্তিশালী ভিত্তি পাওয়া গেছে। আমরা খুব দ্রুত ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনসহ (এফডিএ) অন্যান্য নীতিনির্ধারণী সংস্থায় টিকার অনুমোদনের আবেদন করবো। যুক্তরাষ্ট্রের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ৫ থেকে ১১ বছর বয়েসী শিশুদের জন্য টিকাটি কার্যকর কী না, তা যাচাই করা হবে। প্রতিষ্ঠানটি ক্লিনিক্যাল ট্রায়ালের ফল হস্তান্তর করার তিন সপ্তাহের মধ্যে অনুমোদন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে'। করোনার উচ্চ সংক্রামক ভ্যারিয়েন্ট ডেল্টার কারণে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। শিশুদের মধ্যেও সংক্রমণের হার বেড়েছে৷ এখন পর্যন্ত ১২ বছরের কম বয়েসীদের জন্য কোনো টিকা নেই। তবে শিশুদের জন্য ডেল্টা কেমন সংক্রামক, সে বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য নেই। এলএবাংলাটাইমস/ওএম