করোনা কর্ণার

প্রথম ডোজের দুই মাস পর জে অ্যান্ড জে'র দ্বিতীয় ডোজ গ্রহণে কার্যকারিতা ৯৪%

জনসন অ্যান্ড জনসনের প্রথম ডোজ টিকা গ্রহণ করার দুই মাস পর দ্বিতীয় ডোজ গ্রহণ করলে করোনাভাইরাস এর বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষা পাওয়া যায়। সম্প্রতি প্রতিষ্ঠানটি নতুন তথ্য-উপাত্ত প্রকাশ করে এই তথ্য জানায়। এক সংবাদ বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, বুস্টার ডোজ ব্রেকথ্রু ইনফেকশন মোকাবিলায় বেশ কার্যকর। আর বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রে প্রচলিত তিনটি টিকাই করোনার ফলে সৃষ্ট মারাত্মক অসুখ আটকাতে বেশ কার্যকরি। ফাইজার ও মডার্নার দুই ডোজের টিকার থেকে জনসন অ্যান্ড জনসনের এক ডোজ টিকার কার্যকারিতা সর্বদা কিছুটা কম ছিল। ফাইজার ও বায়োএনটেকের টিকার সর্বোচ্চ কার্যকারিতা ৯৫ শতাংশ আর মডার্নার টিকার সর্বোচ্চ কার্যকারিতা ছিল ৯৪ শতাংশ। উপসর্গযুক্ত করোনা প্রতিরোধের ক্ষেত্রেও একই রকম কার্যকারিতা প্রযোজ্য। আর জনসন অ্যান্ড জনসনের টিকা এক ডোজ গ্রহণ করার দুই মাস পর আরেক ডোজ গ্রহণ করলে এটির কার্যকারিতা বেড়ে দাঁড়ায় ৯৪ শতাংশ। উপসর্গযুক্ত অসুখের ক্ষেত্রে ৯৪ শতাংশ আর মারাত্মক অসুখের ক্ষেত্রে ১০০ শতাংশ পর্যন্ত কার্যকর। বর্তমানে ফাইজারের তৈরি বুস্টার শট ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) অনুমোদন পাওয়ার অপেক্ষায় রয়েছে। মডার্নাও এই অনুমোদনের আবেদন করেছে। যেই ১৪ দশমিক ৯ মিলিয়ন বাসিন্দা জনসন অ্যান্ড জনসনের এক ডোজ টিকা গ্রহণ করেন, তাদের ক্ষেত্রে কবে বুস্টার ডোজ দেওয়া উচিত, সেটি নিয়ে পর্যালোচনা করবে অনুমোদনদাতা প্রতিষ্ঠান। এর আগের এক গবেষণায় দেখা গেছে, জনসন অ্যান্ড জনসনের বুস্টার ডোজ প্রথম ডোজ গ্রহণ করার ছয় মাস পর প্রয়োগ করলে আরো কার্যকারিতা পাওয়া যায়। বেথ ইসরায়েল ডিয়াকোনেস মেডিকেল সেন্টারের ভাইরোলজি অ্যান্ড ভ্যাকসিন রিসার্চে ডিপার্টমেন্টের চিকিৎসক ড. ডন বারোচ বলেন, প্রথম ডোজ গ্রহণ করার দুই মাস দ্বিতীয় ডোজ গ্রহণ করলে ৬ স্তর বিশিষ্ট অ্যান্টিবডি তৈরি হয়। আর প্রথম ডোজ গ্রহণ করার ছয় মাস পর দ্বিতীয় ডোজ গ্রহণ করলে ১২ স্তর বিশিষ্ট কার্যকারিতা পাওয়া যায়। এলএবাংলাটাইমস/ওএম