করোনা কর্ণার

উন্নয়নশীল দেশ পাবে আরো ৫০০ মিলিয়ন ডোজ টিকা: বাইডেন

উন্নয়নশীল দেশগুলোকে আগামী বছর ৫০০ মিলিয়ন ডোজ ফাইজারের টিকা প্রদান করার বিষয়ে অঙ্গীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভার্চুয়াল কোভিড-১৯ সম্মেলনে প্রেসিডেন্ট জো বাইডেন এই অঙ্গীকার করে বলেন, 'যুক্তরাষ্ট্র টিকার জন্য বিশ্বের হাতিয়ার হয়ে উঠবে'। এর আগে যুক্তরাষ্ট্র জানায়, বিশ্বব্যাপী এক বিলিয়ন ডোজ টিকা প্রদান করা হবে৷ বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের ৭০ শতাংশ বাসিন্দাকে টিকার আওয়ায় আনতে ১১ বিলিয়ন ডোজ টিকার প্রয়োজন হবে। ২০২১ সালের শেষ পর্যন্ত বিশ্বের অন্তত ৪০ শতাংশ বাসিন্দাকে টিকার আওতায় আনার ব্যাপারে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও)। তবে এই লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার সম্ভাবনাই বেশি। ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের তথ্য অনুসারে, ধনী দেশগুলো অর্ধেক বাসিন্দাকে টিকার অন্তত এক ডোজ প্রদান করেছেন। অন্যদিকে নিম্ন আয়ের দেশে মাত্র ২ শতাংশ বাসিন্দা টিকার এক ডোজ গ্রহণ করেছেন। চলতি বছরের জুন মাসে জি-সেভেন ভুক্ত দেশ কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র অঙ্গীকার করে যে আগামী বছর পর্যন্ত অনুন্নয়নশীল দেশগুলোকে ১ বিলিয়ন ডোজ টিকা প্রদান করা হবে৷ প্রেসিডেন্ট জো বাইডেন ৫৮০ মিলিয়ন ডোজ টিকা প্রদান করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হোন। এর মধ্যে এখন পর্যন্ত ১৬০ মিলিয়ন ডোজ টিকা প্রদান করতে পেরেছে যুক্তরাষ্ট্র। এলএবাংলাটাইমস/ওএম